ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লর্ডসে আরও আগ্রাসী থাকবে ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
লর্ডসে আরও আগ্রাসী থাকবে ইংল্যান্ড!

অ্যাশেজে এজবাস্টন টেস্টে হারের পর ইংল্যান্ডের বাজবল তত্ত্ব নিয়ে সমালোচনাও ভেসে আসছে। যদিও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে নারাজ তারা।

লর্ডস টেস্টে মুখিয়ে আছে আরও আগ্রাসী খেলা উপহার দিতে। এমনটাই বলেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।

৪০ বছর বয়স হয়ে গেলেও এখনও ইংল্যান্ডের অন্যতম সেরা অস্ত্র অ্যান্ডারসন। যদিও এজবাস্টন টেস্টে অনেকটাই নিষ্প্রভ ছিলেন তিনি। তবে উইকেটের খুব একটা সুবিধা পাননি ইতিহাসে সবচেয়ে সফল এই পেসার।

লর্ডসে দলের পরিকল্পনা নিয়ে অ্যান্ডারসন বলেন, ‘আমরা আরও ইতিবাচক, আরও আগ্রাসী, আরও বিনোদনমূলক খেলা খেলব। এজবাস্টনে যেভাবে প্রতিটা দিন খুশি মনে মানুষ বাড়ি ফিরেছে, সেটা লর্ডসেও করে দেখাতে চাই। আমরা ০-১ ব্যবধানে পিছিয়ে আছি মানেই এই নয় যে, আলাদা কিছু করব। গত সপ্তাহেই আমরা বুঝিয়ে দিয়েছি যে, বাকি চারটি ম্যাচ জেতার ক্ষমতা আমাদের রয়েছে। তাই একই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা খেলতে নামব। ’

আগামী ২৮ জুন থেকে লর্ডসে শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ২ রানের নাটকীয় জয় পেয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময় : ২১৩৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।