ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের কথা ভেবেই খারাপ লাগছে সাইফউদ্দিনের 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
তামিমের কথা ভেবেই খারাপ লাগছে সাইফউদ্দিনের 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হুট করেই অবসরের ডাক দিয়েছেন তামিম ইকবাল। সমর্থক থেকে শুরু করে সতীর্থরা পর্যন্ত তার সিদ্ধান্তে অবাক।

এখন পর্যন্ত তামিমের সমবয়সী সতীর্থরা কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আবেগী বার্তা দিয়ে যাচ্ছেন তার জুনিয়ররা।

ডানহাতি মিডিয়াম পেসার সাইফউদ্দিনের যেমন তামিমের সঙ্গে আর জাতীয় দলে খেলতে না পারার কথা ভেবেই খারাপ লাগছে। তিনি লেখেন, ‘লাল-সবুজ জার্সিতে আপনার সঙ্গে আর বাংলাদেশ দলে খেলা হবে না! এটা ভেবেই অনেক খারাপ লাগছে। ’

সাইফউদ্দিন অবশ্য আপাতত জাতীয় দলের রাডারে নেই। তবে আছেন তাসকিন আহমেদ। তামিমের সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে তার, ‘আপনার সঙ্গে যাত্রাটা অনেক লম্বা, মাঠ ও মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসাবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই। ’

টেস্ট দলের নিয়মিত মুখ মুমিনুল হক লেখেন, ‘প্রিয় তামিম ভাই, আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ। আপনার সব অসাধারণ অবদান আজীবন তুলে ধরা হবে। সতীর্থ হওয়া ছাড়াও একজন বড় ভাই হিসেবে আপনি সবসময় আমাকে আগলে রেখছেন। আমি সবসময় আপনার দিকে থাকব। একসঙ্গে  আমরা যে মজার মুহূর্তগুলো কাটিয়েছি, তাতে আপনার অনুপস্থিতি খুবই অনুভব।  

আমি আপনাকে শুভকামনা জানাই ভাই। আপনাকে মিস করা হবে। ভালবাসি চিরকাল। ’

তামিমকে জীবন্ত কিংবদন্তি আখ্যায়িত করে মেহেদী হাসান মিরাজ লেখেন, ‘বাংলাদেশের হয়ে ১৫ হাজারেরও বেশি রান করা এক জীবন্ত কিংবদন্তি আপনি। জীবন ও খেলা সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি আপনার কাছ থেকে এবং আপনার অটল সমর্থন, বিশ্বাস ও অনুপ্রেরণার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। ইশ্বরীয় গুণাবলির মিশেলে আপনি একজন অসাধারণ ক্রীড়াবিদ। খেলোয়াড়, ভক্ত ও এই খেলাটা আপনাকে মিস করবে, তামিম ভাই। ’

সৌম্য সরকার লেখেন, ‘বিদায় বলাটা আমাদের জীবনের অংশ এবং এনিয়ে মনঃ খারাপ না করি। বরং আসুন সব ভালো স্মৃতিগুলোকে ধারণ করে সুন্দর ভবিষ্যতের দিকে  তাকিয়ে থাকি।

আপনি আমাদের সঙ্গে অনেক স্মৃতি রেখে যাচ্ছে। আমাদের প্রত্যেকেই আপনাকে মিস করবে। নতুন গন্তব্যে অসাধারণ একটি সফর হোক আপনার। সবকিছুর জন্য ধন্যবাদ ভাই। ’

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।