ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাপনের মন ভালো নেই

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
পাপনের মন ভালো নেই ফাইল ছবি

আগের দিন আফগানিস্তানের বিপক্ষে পুরুষ দলের সিরিজ হারের বেদনা। এরপর রোববার বাংলাদেশ নারী দল ভারতের কাছে হেরেছে বড় ব্যবধানে।

এই ম্যাচ দেখতে মিরপুরে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম ইকবালের অবসর নিয়ে তাকে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে।

এরপর টানা দুদিন হেরেছে দুই দল। এ নিয়ে কেমন অনুভূতি? মিরপুর ছাড়ার সময় তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘মন তো খারাপ হবেই। এটা সবারই হয়। সারা দেশের মানুষেরই মন খারাপ। মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ না। ’ এ সময় ছেলেদের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ওটা ঠিক হবে। অবশ্যই ঠিক হবে। ’

কয়েকদিন আগেই নারীদের ম্যাচ ফি ও বেতন বাড়িয়েছে বিসিবি। তবুও নিগার সুলতানা জ্যোতিদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা না দিতে পারার কথা স্বীকার করেন পাপন। ভারত অনেক শক্তিশালী দল হওয়ায় মেয়েদের নিয়ে হতাশ নন বলে জানান বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘আজকে প্রথম তো (মিরপুরে মেয়েদের ম্যাচ)। ওদের সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল, ওরা বলেছিল মিরপুরে আমাদের হোম অব ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি। ওদের একটা খুব শখ ছিল। আমি বলেছি ঠিক আছে, পরেরবারই হবে। ভারত নারী দল অনেক শক্তিশালী। সেরা তিন দলের একটি আমার ধারণা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অনেক শক্তিশালী। তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ওই পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না। ওরা যেরকম পায়। ওদের সম্ভাবনা খুবই ভালো। ’

ভারতের বিপক্ষে সিরিজে স্পন্সর নেই। দর্শকদের ফ্রিতে প্রবেশের সুযোগ থাকলেও মাঠে ততটা দেখা যায়নি। এ নিয়ে পাপন বলেন, ‘মেয়েদের ক্রিকেটে অনেক দেশেই হয়। কিন্তু আমাদের দেশে এটা নাই। দর্শক টানার মতো পরিস্থিতিতে নাই। ’

বাংলাদেশ সময় : ১৭৪৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।