ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিজেদের ওপর বিশ্বাসেই ভরসা রাখতে চায় ভারত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
নিজেদের ওপর বিশ্বাসেই ভরসা রাখতে চায় ভারত ছবি: শোয়েব মিথুন

সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছে ভারতের মেয়েরা। প্রায় সবগুলোতেই তারা পেয়েছে বেশ বড় জয়।

সর্বশেষ বিশ্বকাপের ম্যাচে হ্যামিল্টনে ১১০ রানের বড় ব্যবধানে জেতে ভারত। তবে এবারের লড়াইটা বাংলাদেশের ঘরের মাঠে। এর মধ্যে স্বাগতিকদের আছে টি-টোয়েন্টিতে জয়ের প্রেরণা।

রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিত মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন হারমানপ্রিত কৌর। ভারতের অধিনায়ক বাংলাদেশের শক্তির জায়গা মাথায় রেখে নিজেদের ওপর বিশ্বাস রাখার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি বাংলাদেশের স্পিন আক্রমণ যেকারো চেয়ে ভালো। অবশ্যই এরকম উইকেটে যেকোনো দল, যেকোনো কিছু করতে পারে। যখন আপনি ফ্ল্যাট উইকেটে খেলবেন, বেশি রান হবে; তখন নিজের পরিকল্পনা নিয়ে ভাবতে পারবেন, আরও আক্রমণাত্মক খেলতে পারবে। এখানে আপনাকে উইকেট বুঝতে হবে আর ওই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। ’

‘অবশ্যই তাদের ভালো বোলিং আক্রমণ আছে। তারা তাদের শক্তির জায়গা জানে, টি-টোয়েন্টিতেও সেটাই করেছে। কিন্তু ওয়ানডে আলাদা ফরম্যাট। এখানে আপনাকে অনেক ধৈর্য দেখাতে হবে, আমরা সেটা বারবার করতে চাই। এটা একদমই আলাদা বলের খেলা, আমাদের কেবল সেখানেই থাকতে হবে। যখনই খেলেছি, আমরা খুব ভালো ওয়ানডে দল। নিজেদের ওপর বিশ্বাস রাখাটাই আমাদের জন্য আসল। ’

ওয়ানডের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সেখানে একটিতেও ওভারপ্রতি ছয় করে রান দেখা যায়নি। দ্বিতীয় ম্যাচে দুই দলই গুটিয়ে গেছে একশ রানে। এমন উইকেট দেখা যেতে পারে ওয়ানডেতেও। এ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন হারমান।

তিনি বলেন, ‘আমরা যেখানেই যাই, ভালো উইকেটে খেলতে চাই। যত দূর জানি, (ওয়ানডেতে) একই উইকেটে খেলা হবে। আশা করি, পরের দুই ম্যাচে আমরা ভালো উইকেট পাব। আমরা ভালো উইকেটে হাই স্কোরিং ম্যাচ খেলতে চাই। তবে এশিয়ান কন্ডিশনে খেলার সময় আমরা সবসময় জানি যে, উইকেট কিছুটা ধীর ও নিচু হবে। তো ব্যাটিং ইউনিট হিসেবে রান করার জন্য পরিশ্রম করতে হবে। আমরা সেজন্য প্রস্তুত। ’

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।