ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপর্যয় সামলে শাকিল-সালমানের ব্যাটে এগোচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
বিপর্যয় সামলে শাকিল-সালমানের ব্যাটে এগোচ্ছে পাকিস্তান

ধনাঞ্জয়া ডি সিলভার দারুণ সেঞ্চুরির পাশাপাশি অ্যাঞ্জেলো ম্যাথিউসের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে সংগ্রহ তিনশ পার করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

মাত্র একশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা দলকে খাদের কিনার থেকে টেনে তোলেন সাউদ শাকিল ও আঘা সালমান। তাদের ব্যাটে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।  

বৃষ্টির কারণে গল টেস্টে দ্বিতীয় দিনেও পুরো খেলা মাঠে গড়ায়নি। এদিন ধনাঞ্জয়ার সেঞ্চুরিতে ৩১২ রানে এসে থামে শ্রীলঙ্কা। জবাব দিনে নেমে ৫ উইকেটে ২২১ রান করে দিন শেষ করেছে পাকিস্তান। স্বাগতিকদের থেকে এখনও তারা পিছিয়ে আছে ৯১ রানে। ব্যাট করতে থাকা শাকিল ৬৯ ও সালমান অপরাজিত আছেন ৬১ রানে। ষষ্ঠ উইকেট দুইজনের অবিচ্ছিন্ন জুটি ১৪৮ বলে ১২০ রানের।

৬ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ধনাঞ্জয়া; ১৭৫ বলে। একপ্রান্তে তিনি লড়তে থাকলেও অপরপ্রান্তে এসে উইকেট হারান রমেশ মেন্ডিস (৫) ও প্রবাথ জয়াসুরিয়া (৪)। কিছুক্ষণ পর নাসিম শাহর বল তুলে মারতে গিয়ে বিদায় নেন ধনাঞ্জয়াও। ১২ চার ও ৩ ছক্কায় ১২২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। শেষদিকে কাসুন রাজিথা ও বিশ্ব ফার্নান্দো মিলে ২৯ রানের জুটিতে দলের সংগ্রহ তিনশ পার করেন।  

২৪ বলে রাজিথা ৮ রান করে বিদায় নিলে ইনিংস থামে শ্রীলঙ্কার। বিশ্ব ২৮ বলে ২ চার ও এক ছক্কায় করেন অপরাজিত ২১ রান। পাকিস্তানের পক্ষে দুই পেসার আফ্রিদি ও নাসিমের সমান ৩টি উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদও। একটি উইকেট নেন সালমান।  

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই ইমাম উল হককে হারায় পাকিস্তান। বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনার আবদুল্লাহ শফিকও। ১৯ রান করে বিদায় নেন তিনি। তিনে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন শান মাসুদ। তবে ৩০ বলে ৩৯ রান করে রমেশ মেন্ডিসের বলে থামে তার ইনিংস। এরপর ১৩ রান করে সাজঘরে ফেরেন বাবর আজমও। সরফরাজ আহমেদও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৭ রানে তিনি হারান উইকেট।  

পাঁচ উইকেট হারিয়ে পাকিস্তান যখন বিপর্যয়ে। তখনই দলের হাল ধরেন শাকিল ও সালমান। ৬৯ বলে ফিফটির দেখা পান শাকিল। সালমানের লাগে ৬৭ বল। এই দুইজনের ব্যাটেই আশা দেখছে পাকিস্তান।  

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।