ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিন ফেরালেন বাবরকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
তাসকিন ফেরালেন বাবরকে

ব্যাটসম্যানদের ব্যর্থতার পর লড়াই করে যাচ্ছেন বোলাররা। পাকিস্তানকে আটকে রাখতে নিজেদের সবোর্চ্চ চেষ্টাই করছেন তারা।

পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বাবর আজমকে সাজঘরে ফিরিয়েছেন তাসকিন আহমেদ।  

ম্যাচের ১৫.৩ ওভারে তাসকিনের একটু ফুলার লেংথ বলে বোল্ড হয়েছেন বাবর। যেমনটি ভেবেছিলেন তাসকিনের বল ততটা ওঠেনি। গাদ্দাফি স্টেডিয়ামের এই উইকেটে এ লেংথটি দারুণ কার্যকরী, যেটি ব্যাটসম্যানকে অনিশ্চয়তায় ফেলে দেয়। ব্যাটের নিচের দিকে লাগলেও বল ঢুকেছে স্টাম্পে। পাকিস্তান অধিনায়ক আউট ২২ বলে ১৭ রান করে। ১৬তম ওভারে এসে দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। এর আগে শরিফুলের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন ফখর জামান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৮৫ রান। ইমাম উল হক ৩৭ এবং মোহাম্মদ রিজওয়ান ১৭ রানে ব্যাটিং করছেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।