ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইয়ানসেনের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
ইয়ানসেনের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ দক্ষিণ আফ্রিকার

 

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায় ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরের তিন ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজের করে নিল স্বাগতিকরা।

সিরিজের শেষ ওয়ানডেতে আজ তাদের কাছে ১২২ রানের বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন মার্কো ইয়ানসেন। ৫ ম্যাচে ২২৫ রান করে সিরিজসেরা হয়েছেন প্রোটিয়া ব্যাটার এইডেন মারক্রাম।

জোহানেসবার্গে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৩১৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৯৩ রান আসে  মারক্রামের ব্যাট থেকে। এছাড়া ডেভিড মিলার ৬৩ ও শেষ দিকে ২৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইয়ানসেন। অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার।

জবাব দিতে নেমে শুরুতেই ইয়ানসেনের তোপে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। যদিও মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ প্রতিরোধ গড়েছিলেন বটে। কিন্তু তারাও শেষ পর্যন্ত শিকার হন ইয়ানসেনের। বাঁহাতি এই পেসার ক্যারিয়ারসেরা বোলিং করে ৩৯ রান খরচায় নেন ৫ উইকেট। এছাড়া ৪ উইকেট ঝুলিতে পুড়েন কেশভ মহারাজ। যার ফলে ১৯৩ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সফরকারীদের হয়ে ৫৬ বলে ৬ চার ও ছক্কায় ৭১ রান করেন মার্শ। ৪৪ রান আসে লাবুশেনের ব্যাট থেকে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এএইচএস

  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।