ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টস হেরে দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করা হচ্ছে না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
টস হেরে দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করা হচ্ছে না বাংলাদেশের

প্রথম ম্যাচে ব্যাটারদের পরীক্ষা করা যায়নি বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করা হচ্ছে না বাংলাদেশের।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।  

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। কিউইরা আগে ব্যাট করে ৩৪ ওভার ৪ বল হওয়ার পর ম্যাচ হয়ে যায় পরিত্যক্ত।

একই রকম শঙ্কা আছে দ্বিতীয় ম্যাচেও। যদিও নির্ধারিত সময়েই হয়েছে টস। এ ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন করেছে বাংলাদেশ।

পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে। জানা গেছে, চোটের কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না তানজিমের। এছাড়া বাদ পড়েছেন উইকেরক্ষক নুরুল হাসান সোহান। দলে নেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদকে। তার হচ্ছে ওয়ানডে অভিষেক।  

বাংলাদেশের একাদশ :

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।

বাংলাদেশ সময় : ১৩৩৮ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।