ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এটা বোল্ড আউটের মতো, এখানে ভুল নেই: তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এটা বোল্ড আউটের মতো, এখানে ভুল নেই: তামিম

বাংলাদেশের প্রথম কোনো বোলার ঘটিয়েছেন ঘটানাটি। হাসান মাহমুদ নন স্ট্রাইক প্রান্তে রান আউট করেন ইশ সোধিকে।

আম্পায়ার আউটের সংকেত দিলেও পরে তাকে ফিরিয়ে আনেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এ নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া জানান সোধি।

তাকে ফিরিয়ে আনাকে বাংলাদেশের ‘ভদ্রতা’ মনে করেন তিনি। সঙ্গে জানান, সতর্ক করাটাই ঠিক হতো হাসানের। তবে এমন কিছু মানতে রাজি নন বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল। তিনি বলছেন, এটা সাধারণ একটি আউটের মতোই। এখানে ভুল কিছু নেই।  

দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এখানে সতর্ক করার কিছু নেই। এটা বোল্ডের মতো আউট। ওই সময়ে হয়তো অধিনায়ক চিন্তা করেছে আমরা এভাবে আউট নেবো না। এজন্য আমরা তাকে ফিরিয়ে এনেছি। আসলে এই আউটে ভুল কিছু নেই। হয় আপনি এটা করবেন আর নয়তো না। এটাতে কোনো ভুল নেই। এটা টিমের আলোচনা হওয়া উচিত। সামনে সব দলই এর সুবিধা নিতে চাইবে। ’

‘এটা এখন বৈধ। আউট নেওয়া যেত। কিন্তু আমার মনে হয় ওরও এমন করা উচিত হয়নি (প্রতিক্রিয়া দেখানো)। ও খুব অবাক হয়েছে। কিন্তু অবাক হওয়া ঠিক হয়নি। এটা আমরা নেবো কি নেবো না সেটা আমাদের দলীয় সিদ্ধান্ত। দলের সিদ্ধান্ত হবে। কিন্তু কেউ যখন সারপ্রাইজ হবে তখন ভিন্ন চিন্তা আসতে পারে। ’ 

গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ কি এই আউট নিতো? তামিম বলছেন হয়তো হ্যাঁ। ওরকম সময়ে আউট না করলে দলকে ভুগতে হবে। কিন্তু আজকের ঘটনার পর বোলাররাও কি মানসিকভাবে পিছিয়ে পড়বেন এমন আউট করা থেকে? তামিম বলছেন, বসে দলীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে তাদের।

তিনি বলেন, ‘হয়তো নিতো (গুরুত্বপূর্ণ মুহূর্তে)। আমি এখানে কোনো ভুল দেখি না। কারণ এখন আইন আছে। এটা আমরা নেই বা আমাদের বিপক্ষেও কেউ নেয় আমি মনে করি আমাদের ওই প্রতিক্রিয়া দেখানো উচিত যেভাবে অন্যরা করে। ’ 

‘এটা একটা দলীয় সিদ্ধান্ত। নিশ্চয়ই আজকের পর আমরা বসে আলোচনা করব। যদি দলের সিদ্ধান্ত হয় আমরা এ ধরনের উইকেট নিব তাহলে নিব, যদি না হয় করব না। এই আলোচনা অবশ্যই আজকের ঘটনার পর করব। একবার আউট করার পর ফেরত নিয়ে আসা এটা সুন্দর দেখায় না। হয় এটা নিব, নাহলে করবোই না। ’

বাংলাদেশ সময় : ২৩২৫ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।