ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

চোট গুরুতর নয়, শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
চোট গুরুতর নয়, শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন সাকিব

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের প্রথমটি খেলতে নামার আগে বাংলাদেশ দলে ভর করে অস্বস্তি। সাকিব আল হাসান খেলতে পারেননি ম্যাচটিতে।

জানা যায় আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোট পান তিনি। তবে জানা গেছে, সাকিবের এই চোট ততটা গুরুতর নয়। দলের সঙ্গে মাঠেও এসেছেন তিনি।

যদিও তার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলা নিশ্চিত নয় এখনও। তবে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে মূল ম্যাচের প্রথমটিতে থাকবেন এই অলরাউন্ডার। যদিও সাকিবের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।  

সাকিবের বদলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ। মাঠের অধিনায়কত্বও তিনিই করছেন।  

লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলার সময় বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পান সাকিব। তার পা ফুলে গেছে।  

শুক্রবার গোহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এরপর ১ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে টাইগাররা। ৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।