ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আউটফিল্ড ‘গড়পড়তা মানের’ হলেও সেরাটা দেবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
আউটফিল্ড ‘গড়পড়তা মানের’ হলেও সেরাটা দেবে বাংলাদেশ

ধর্মশালা স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে আলোচনা হচ্ছে খুব। ঘাসের দৈর্ঘ্য বড় হলেও ঘনত্ব একদমই কম।

আইসিসির পক্ষ থেকে গড়পড়তা মানের বলা হলেও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার কোনো রাখঢাক ছাড়াই বাজে বলেছেন আউটফিল্ডকে। এমন মাঠে তাই ফিল্ডারদের ইনজুরিতে পড়ার সম্ভাবনা প্রবল।

যদিও বড় বাঁচা বেঁচে গেছেন আফগান স্পিনার মুজিব-উর-রহমান। বাংলাদেশের বিপক্ষে বাউন্ডারি ঠেকাতে গিয়ে পায়ে আঘাত পান তিনি। স্লাইড দেওয়ার সময় উপড়ে ফেলেছেন মাটি। যদিও বড় ধরনের ইনজুরিতে পড়েননি। তবে আউটফিল্ডের এমন নাজুক অবস্থা হলেও আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেরাটা দিতে কার্পণ্য করবে না বাংলাদেশ।

আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেন, 'আমরা কোনো কিছুতে ফিল্ডারদের সীমাবদ্ধতার ভেতর আনতে চাচ্ছি না। কারণ সীমা বেঁধে দিলে তার তাদের শতভাগ দেবে না। আমি নিশ্চিত তারা আগের ম্যাচে ভালো করেছে। তাই এমন আউটফিল্ড থেকে আমরা চাচ্ছি তারা যেন নিজের সেরাটা দেয়। '

'আমি মনে করি আইসিসি এটা (আউটফিল্ড) নিয়ে খুব পরিশ্রম করেছে। তাই এক্ষেত্রে, যেহেতু এটি স্টান্ডার্ড বজায় রেখেছে, তাই তারা (আইসিসি) আন্তর্জাতিক ওয়ানডে আয়োজনের অনুমতি দিয়েছে। সুতরাং, আমি এই আউটফিল্ড নিয়ে খুশি। '

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ জন বোলার নিয়েই খেলেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে একাদশে বাড়তি বোলার যোগ করা হবে কি না প্রশ্নে হেরাথ বলেন, 'এটা কন্ডিশনের ওপর নির্ভর করে এবং আমি নিশ্চিত বাড়তি বোলারের যদি প্রয়োজন হয় তাহলে নির্বাচক, কোচ ও অধিনায়ক সুনির্দিষ্ট আলোচনা করবে এবং কাল সিদ্ধান্ত নেবে তারা। '

'খুব গুরুত্বপূর্ণ হলো একই মানসিকতা ও শরীরী ভাষা দিয়ে আমাদের নিজস্ব ধরনের ক্রিকেটটা খেলা। আমরা যদি সেটা খেলতে পারি, তাহলে জয়ের পাশাপাশি সফল হওয়ারও সুযোগ আছে। '

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।