ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের পারফরম্যান্সকে ‘অবিশ্বাস্য’ বলছেন মরগান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস, ধর্মশালা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
সাকিবের পারফরম্যান্সকে ‘অবিশ্বাস্য’ বলছেন মরগান

একসঙ্গে খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। পরের পথচলাতেও এক ছিলেন অনেকদিন।

ওয়েন মরগান এবার বিশ্বকাপে এসেছেন ধারাভাষ্যকার হিসেবে। সাকিব আল হাসান খেলছেন তার পঞ্চম বিশ্বকাপ। সাকিবের লম্বা ক্যারিয়ার ‘অবিশ্বাস্য’ লাগছে মরগানের কাছে।  

ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার ধর্মশালায় মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচেও ধারাভাষ্য দিয়েছেন মরগান। সোমবার বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মরগান কথা বলেছেন সাকিবকে নিয়ে।  

তিনি বলেন, ‘সে অবিশ্বাস্য ক্রিকেটার যখন পারফরম্যান্সের ব্যাপার আসে। সবসময় পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার সে। এটা ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমেই প্রমাণ করে। এটা তার পঞ্চম বিশ্বকাপ, এমন ক্রিকেটার খুব বেশি নেই বর্তমানে। দীর্ঘস্থায়ীত্ব ও পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের তালিকায় এনেছে। ’

বাংলাদেশ যখন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে, তখন দুই দল একদমই ভিন্ন সমীকরণে। আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে চাঙা বাংলাদেশ। আরেকদিকে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারের স্মৃতি ইংলিশদের। আফগান ম্যাচে বাংলাদেশের একটি ইতিবাচক দিকও উল্লেখ করেন মরগান।  

তিনি বলেন, ‘ঐতিহাসিকভাবে বাংলাদেশ যখন ম্যাচ জেতে, তাদের মূল ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকতে হয়। আফগানিস্তানের বিপক্ষে জেতায় একটা ইতিবাচক দিক হচ্ছে- শান্ত, মিরাজের মতো তরুণরা এগিয়ে এসেছে। তারা খুব ভালো করেছে। অনেক চাপ সরিয়ে নিয়েছে তারা, যেগুলো সাধারণত অভিজ্ঞদের ওপর থাকে। এটা সাকিবের পারফরম্যান্স ও অধিনায়কত্বে সাহায্য করবে যদি তারা এটা চালিয়ে যেতে পারে। ’

বাংলাদেশের বিপক্ষে হারের স্মৃতি মরগানের কাছে এখনও স্পষ্ট। ২০১৫ বিশ্বকাপে হেরে গিয়ে খোলনলচে বদলে গিয়েছিল ইংল্যান্ড ক্রিকেটের। যদিও ধর্মশালার কন্ডিশনে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন মরগান।

তিনি বলেন, ‘তারা কঠিন দল, আপনি যেখানেই খেলেন না কেন। আমি অবশ্য মনে করি এখানকার কন্ডিশন বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডের সঙ্গেই বেশি মানানসই। আগের পুরো ম্যাচে দেখেছি একটু বাড়তি বাউন্স ছিল। দ্রুতগতির বাউন্স এমন না, কিন্তু একটু বাড়তি বাউন্স ছিল। ’

‘এটা হয়তো ইংল্যান্ডের পেসারদের বেশি মানাবে। বাংলাদেশকে কিছুটা দুর্বল করবে। তাদের স্পিনাররা আফগানিস্তানের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে।  তারা খুব ভালো করেছে, বল টার্ন করছিল। কিন্তু তবুও এটা বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডের শক্তির জায়গাতেই বেশি মানাবে। ’

বাংলাদেশ সময় : ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।