ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ডাচদের হারিয়ে নিউজিল্যান্ডের দুইয়ে দুই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
ডাচদের হারিয়ে নিউজিল্যান্ডের দুইয়ে দুই

২০২৩ বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচ জিতল নিউজিল্যান্ড। এবার তারা অনায়াসে হারাল নেদারল্যান্ডসকে।

 

আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ হায়দরাবাদে কিউইরা ৯৯ রানে জয় পেয়েছে। আগে ব্যাট করে ডাচদের সামনে  জয়ের জন্য ৩২৩ রানের কঠিন লক্ষ্যই দেয় কিউইরা।

লক্ষ্য তাড়ায় নেমে মিচেল স্যান্টনারের বোলিং তোপে কলিন অ্যাকারম্যান ৭৩ বলে ৬৯ রানের পরও ২২৩ রানে থেমেছে ডাচরা।  

আসরে এ নিয়ে টানা দুই জয় পেল নিউজিল্যান্ড। এর আগে তারা ইংল্যান্ডকে হারিয়ে আসর শুরু করেছিল। অন্যদিকে  টানা দ্বিতীয় ম্যাচ হারল স্কট এডওয়ার্ডসের দল। আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল তারা।

এই ম্যাচেও হেসেছে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রর ব্যাটে। ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। দুর্দান্ত ছন্দটা ধরে রেখে এবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৫১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন রবীন্দ্র।
 
ম্যাচে রান পেয়েছেন কিউই টপ অর্ডারের পাঁচ ব্যাটারই। ৮০ বলে ৭টি চার এবং ২ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেছেন উইল ইয়াং। হাফসেঞ্চুরি করেছেন এই ম্যাচের অধিনায়ক টম লাথামও। ৬টি চার এবং ১টি ছক্কায় ৪৬ বলে ৫৩ রান করেছেন তিনি। ডেরিল মিচেল ৫টি চার এবং ২টি ছক্কায় করেন ৪৮ রান।

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা ডেভন কনওয়ে আজ ফিরেছেন ৪০ বলে ৩২ রান করে। টপ অর্ডারের পাঁচ ব্যাটারের সঙ্গে শেষ দিকে মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩৬* রানের ঝড়ে ৭ উইকেটে ৩২২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে গতবারের ফাইনালিস্টরা নিউজিল্যান্ড।  

বল হাতে নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন এবং ফন ডার মারউই।

রান তাড়া করতে নেমে ১২ রান করে আউট হন বিক্রমজিত সিং। তার বিদায়ের পর মিচেল স্যান্টনারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। বড় কোনো জুটিও গড়ে ওঠেনি। তাতে হার মানতে হয় নেদারল্যান্ডসকে। বল হাতে একাই পাঁচ উইকেট নেন স্যান্টনার।


বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।