ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

হতাশার শুরুর পর শ্রীলঙ্কাকে ২০৯ রানে থামাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
হতাশার শুরুর পর শ্রীলঙ্কাকে ২০৯ রানে থামাল অস্ট্রেলিয়া

দারুণ উদ্বোধনী জুটিতে ৩০০ ছাড়ানো সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু সেই জুটি ভাঙতেই ধস নেমে গেল ব্যাটিং লাইনআপে।

তিনশো তো দূরের কথা দুইশো পেরোতেও হিমশিম খেতে হয় লঙ্কানদের। শেষ পর্যন্ত ২০৯ রানে অলআউট হয় তারা।

বিশ্বকাপের শুরুটা দুই দলের জন্যই ভালো হয়নি। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে বসে তারা। তাই আসরে প্রথম জয়ের খোঁজে আজ লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা।

ইনজুরির কারণে গতকালই আসর থেকে ছিটকে যান লঙ্কানদের নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব পান কুশল মেন্ডিস। অজিদের বিপক্ষে টস জিতে আজ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। একপর্যায়ে মনে হচ্ছিল সঠিক সিদ্ধান্তই নিয়েছেন এই অধিনায়ক।  

উদ্বোধনী জুটিতে পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরার ব্যাটিং দেখে তা মনে হওয়ারই কথা। দুজনই বেশ সাবলীল ব্যাটিং করছিলেন। তবে ২২তম ওভারে অজিদের ম্যাচে ফিরিয়ে আনেন খোদ অধিনায়ক প্যাট কামিন্স। নিসাঙ্কাকে শিকার করে ১২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ৬৭ বলে ৮ চারে ৬১ রান করেন নিসাঙ্কা।

কামিন্সের কাছেই মাথা নত করেন আরেক ওপেনার পেরেরাও। ৮২ বলে ১২ চারে ৭৮ রান করে ফেরেন তিনি। এরপর লঙ্কান মিডল অর্ডারে ধস নামান অ্যাডাম জাম্পা। ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ ৯ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল চারিথ আসালাঙ্কা (২৫)। বাকিরা ছিলেন কেবল আসা যাওয়ার মধ্যে। শেষ ৪৪ রানের ভেতরই ৮ উইকেট হারায় লঙ্কানরা।

অজিদের হয়ে জাম্পা সর্বোচ্চ চারটি উইকেট নেন। এছাড়া মিচেল স্টার্ক, কামিন্স দুটি এবং গ্লেন ম্যাক্সওয়েল শিকার করেন এক উইকেট।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।