ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড ম্যাচের আগে দুঃসংবাদ পেল ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
নিউজিল্যান্ড ম্যাচের আগে দুঃসংবাদ পেল ভারত

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না এই ভারতীয় অলরাউন্ডার।

 

আগামী ২২ অক্টোবর কিউইদের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় দল। ম্যাচটির আগে পান্ডিয়ার চোট সম্পর্কে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘হার্দিক পান্ডিয়া দলের সঙ্গে ধর্মশালায় যাচ্ছেন না। তিনি লখনৌতে দলের সঙ্গে যোগ দেবেন, যেখানে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। আপাতত বিশ্রামে থাকবেন তিনি। ’ 

২৯ অক্টোবর ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন পান্ডিয়া।

এর আগে গতকাল বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম ওভার বল করতে এসে চোট পান হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের ওপেনার লিটন দাসের শট পা দিয়ে আটকাতে গিয়ে গোড়ালিতে আঘাত পান ভারতীয় এই বোলার।  

পান্ডিয়া চোট পেলেও ভারত অবশ্য সহজ জয় তুলে নিয়েছে। আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছিল বাংলাদেশ। ভারত জিতেছে ৫১ বল আর ৭ উইকেট হাতে রেখে।

চার ম্যাচের সবক'টিতেই জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ভারত। সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।