ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে: আকরাম 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে: আকরাম 

পছন্দের ফরম্যাট তথা ওয়ানডের বিশ্বকাপ হওয়ায় বাংলাদেশ দলকে নিয়ে ভালোকিছুর প্রত্যাশা ছিল সমর্থকদের। আসরের শুরুতেই আফগানিস্তানকে হারিয়ে প্রত্যাশার পারদ উঠেছিল আরও উঁচুতে।

কিন্তু পরের পাঁচ ম্যাচেই ভরাডুবি দেখতে হয়েছে। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষেও বড় হারে শেষ হয়ে গেছে সেমিফাইনালের স্বপ্নও।

২০ বছরের বেশি সময় ধরে টেস্ট স্ট্যাটাস পাওয়া একটি দলের এমন হতাশাজনক পারফরম্যান্স কিছুতেই মানতে পারছেন না বাংলাদেশ দলের সমর্থকরা। এমনকি এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটমহলেও। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম তো সমর্থকদের এই হতাশা ভাগও করে নিলেন। তার মতে, প্রতি বিশ্বকাপেই বাংলাদেশের একই গল্প। যা তার মতে গড়পড়তার চেয়েও খারাপ।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এ স্পোর্টসের 'দ্য প্যাভিলিয়ন' অনুষ্ঠানে এক আলোচনায় ওয়াসিম আকরাম বলেন, 'বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে। ' 

বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কাজ করতে বলে মনে করেন ওয়াসিম আকরাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের ব্যাটার খুঁজতে হবে। প্রথম শ্রেণির ক্রিকেটে মনোযোগ দেন। '

আলোচনায় উঠে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গও। এই বিশ্বকাপের বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনিই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে সেই আলোচনা আরও গতি পায়। তাকে কেন নিচের দিকে নামানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। অথচ গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে নামানো হলো ৭ নম্বরে।  

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানে হারের ম্যাচে ডাচদের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ১৪২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬৯ রানে ৫ উইকেট হারানোর পর নামানো হয় মাহমুদউল্লাহকে। বিপর্যয় অবশ্য সামাল দিতে পারেননি তিনি। আউট হয়েছেন ২০ রান করে। কিন্তু তা সত্ত্বেও মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন নিয়ে আবারও মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম।  

বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উদ্দেশে ওয়াসিম আকরাম বলেন, 'প্লিজ মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। মিডল অর্ডার যখন ব্যর্থ, তখন দলের সেরা ব্যাটারকে চার বা পাঁচে খেলান। টিম ম্যানেজমেন্ট কী ভাবছে জানি না। মাহমুদউল্লাহকে কেন ৭ নম্বরে নামানো হচ্ছে, কেউ এর কারণটা ব্যাখ্যা করবে আশা করি। তিন উইকেট পড়ে গেলে মাহমুদউল্লাহকে নামানো উচিত, সে একপ্রান্ত আগলে রাখবে। '

একই আলোচনা অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান বলেন, 'আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো মাহমুদউল্লাহকে কেন সাত নম্বরে খেলানো হলো? সে ফর্মে আছে, তাকে ব্যবহার করা দরকার ছিল। '

মাহমুদউল্লাহ ছাড়াও বাংলাদেশের ক্রিকেটের অন্যান্য সমস্যা নিয়েও কথা বলেছেন ওয়াসিম আকরাম। বিশ্বকাপের আগে তামিম ইকবালের দলে জায়গা না পাওয়া এবং সাকিবের একটি ইন্টারভিউ নিয়েও বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে। এসব বিতর্ক নিয়ে আকরাম বলেন, '২০ বছরের বেশি সময় ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। এই সময়ে গড়পড়তা পারফরম্যান্সও করতে পারেনি। বিশ্বকাপের আগে তাদের অনেক সমস্যার কথা কথা শুনেছি। এর পেছনের কারণ জানি না, কিন্তু দেশ সবার আগে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এসব থাকবে পরে। বিশ্বকাপ জিততে হবে এমন না, কিন্তু বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই তো অন্তত করা উচিত। '

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।