ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বরখাস্ত লঙ্কান ক্রিকেট বোর্ড, নতুন চেয়ারম্যান রানাতুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
বরখাস্ত লঙ্কান ক্রিকেট বোর্ড, নতুন চেয়ারম্যান রানাতুঙ্গা

আর কয়েক ঘণ্টা বাদেই বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কিন্তু এর আগে ঝড় বয়ে গেল লঙ্কান ক্রিকেট বোর্ডে।

লঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে বরখাস্ত করেন বোর্ডের সব কর্মকর্তাকে। একই অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে।

রানাসিংহের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, 'ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে অন্তর্বর্তী কমিটি গঠন করেছেন। '

মূলত গত শনিবারই পদত্যাগ করেন লঙ্কান বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা। তার ওপর বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন রানাসিংহে। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা ২৬০ পাতার সরকারি নিরীক্ষায় (অডিট) তুলে ধরা হয়েছে। ক্রিকেট প্রশাসনে অসদাচরণের তদন্তে ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে তিন সদস্যের একটি প্যানেল নিয়োগ দিয়েছেন।

এদিকে সাত সদস্যের নতুন প্যানেলে যুক্ত করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি ও সাবেক এক বোর্ড সভাপতিকেও। এদিকে ৭ ম্যাচে ২ জয়ে বিশ্বকাপে লঙ্কানদের পয়েন্ট ৪। শেষ দুই ম্যাচ জিতলেও শেষ চারে যাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ তাদের।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।