ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক রোহিত, নেই কামিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক রোহিত, নেই কামিন্স

পুরো আসরে অপ্রতিরোধ্য থেকে ফাইনালে এসে খেই হারালো ভারত। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে জলাঞ্জলি দেয় শিরোপা স্বপ্নের।

তবু বিশ্বকাপের সেরা একাদশে আধিক্য বেশি স্বাগতিক দলেরই। ১১ জনের মধ্যে ছয়জনই ভারতীয়। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে সুযোগ পেয়েছেন কেবল দুজন। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে জায়গা করে নিয়েছেন একজন করে ক্রিকেটার।

সেরা একাদশ বাছাইয়ে নির্বাচক হিসেবে ধারাভাষ্যকার ইয়ান বিশপ, কাস নাইডু, শেন ওয়াটসন, আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান ও সাংবাদিক সুনীল বৈধ্য। তারা সবাই মিলে অধিনায়ক হিসেবে ঠিক করেন রোহিত শর্মাকে। ঠাঁই পাননি বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে প্রোটিয়া পেসার জেরাল্ড কোজিকে।

বিশ্বকাপের সেরা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা)-  ৫৯৪ রান, গড় ৫৬, ৪০।

রোহিত শর্মা (অধিনায়ক) (ভারত)- ৫৯৭ রান, গড় ৫৪.২৭।

বিরাট কোহলি (ভারত)- ৭৬৫ রান, গড় ৯৫.৬২।

ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)- ৫৫২ রান, গড় ৬৯।

লোকেশ রাহুল (ভারত)- ৪৫২ রান, গড় ৭৫.৩৩।

গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ৪০০ রান ও ৬ উইকেট।

রবীন্দ্র জাদেজা (ভারত)- ১২০ রান ও ১৬ উইকেট।

জাসপ্রিত বুমরাহ (ভারত)- ২০ উইকেট, গড় ১৮.৬৫।

দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা)- ২১ উইকেট, গড় ২৫।

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ২৩ উইকেট, গড় ২২.৩৯।

মোহাম্মদ শামি (ভারত)- ২৪ উইকেট, গড় ১০.৭০।

 

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।