ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লা সঠিক পরিকল্পনায় এগোচ্ছে: ইমরুল

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
কুমিল্লা সঠিক পরিকল্পনায় এগোচ্ছে: ইমরুল

প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করার পরও তার ওপেনার হিসেবে খেলা অনিশ্চিত। মোহাম্মদ রিজওয়ান এলে কারা হবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার, এমন প্রশ্নের উত্তর দেওয়ার পরই আসে ত্যাগের প্রসঙ্গ, ‘এত ত্যাগ করতে ভালো লাগে?’  

উত্তরে ইমরুল কায়েস বলেন, ‘নাহ, ঠিক আছে!’

বিপিএলে কুমিল্লার সঙ্গে একরকম সমার্থকই হয়ে গেছেন ইমরুল।

টানা দুবার বিপিএল শিরোপা এনে দিয়েছেন অধিনায়ক হিসেবে। এবার অবশ্য সেটি হাতবদল হয়ে চলে গেছে লিটন দাসের হাতে। প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনিই।  

এমনিতে বিপিএলে অধিনায়কত্ব ছাড়া কখনওই সুখকর নয়। নানা আলোচনা আর বিতর্কের পর নেতৃত্ব হাতবদল হয়। মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবালের মতো ক্রিকেটাররাও এর থেকে বাদ যাননি। কুমিল্লার নেতৃত্ব ছাড়ার সময় ইমরুলের সঙ্গে আলাপ কেমন ছিল?

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কোনো প্রতিক্রিয়াই ছিল না। এখানে কী অর্জন করেছি মেটার করে না। কী হচ্ছে বা কী হবে, দলের জন্য ভালো কী হবে; এটাই সবচেয়ে বড় জিনিস। আমার মনে হয় কুমিল্লা সঠিক একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আগামী পাঁচ-ছয় বছর কাকে দিয়ে দলকে নেতৃত্ব দেওয়া যাবে, তারা ওই পরিকল্পনাতে এগোচ্ছে। আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো। ’ 

‘লিটন দাস তো সবসময় টপ খেলোয়াড়। আপনি দেখছেন ও সম্প্রতি বাংলাদেশের হয়ে যে সিরিজগুলোতে অধিনায়কত্ব করেছে। ও ওর কাজগুলো খুব ভালোভাবে সামলেছে। আমার মনে হয় লিটনের মাথা এবং সবকিছু ভালো; ও খুব ভালোভাবে সামলাতে পারে। এই দলেও আমি আশা করি ভালো করতে পারবে। ’ 

অধিনায়ক থাকার সময় ইমরুলকে নানা ব্যাটিং পজিশনে খেলতে হয়েছে। করতে হয়েছে অনেকরকম ত্যাগও। বিপিএলে এবার প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি করে দারুণ শুরু পেয়েছেন। নেতৃত্বের ভার না থাকায় কি চাপমুক্ত হয়ে খেলতে পারছেন?

ইমরুলের উত্তর, ‘অধিনায়ক থাকলে অনেককিছু মেটার করে। দলে ভূমিকাটা আমার আলাদা থাকে। একেকদিন একেক রকম ভূমিকা পালন করতে হয়। এখনও আমি চেষ্টা করবো একইভাবে। মাঠের ভেতরে তো একটু ফ্রি থাকা যায়, কারণ এত পরিকল্পনা করতে হয় না। লিটন সবকিছু দেখে। ওদিক থেকে তো একটু ফ্রি থাকা যায়। ’

বয়স প্রায় ৩৭ বছর হয়ে গেছে। এখনও প্রায়ই জাতীয় দল নিয়ে আক্ষেপ ঝরে ইমরুলের কণ্ঠে। জাতীয় দলে খেলার স্বপ্নটা ভালোভাবেই জিইয়ে রেখেছেন বলেই জানালেন ইমরুল।

তিনি বলেন, ‘স্বপ্ন তো ভাই যতদিন খেলি ততদিন দেখি। জাতীয় দল একটা আলাদা জায়গা। এখানে খেলাটা অনেক বড় সম্মানের, আমি মনে করি। যতদিন খেলবো চেষ্টা করবো ওটা মাথায় রেখে... যদি ওটা মাথায় না থাকে, ওই খেলাটার মানে হয় না। আমার মনে হয় সবারই ব্যাক অব দ্য মাইন্ডে থাকে জাতীয় দল। ’

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।