ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিজয়-হাবিবুরের ব্যাটে খুলনার লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
বিজয়-হাবিবুরের ব্যাটে খুলনার লড়াকু সংগ্রহ

এভিন লুইস দ্রত বিদায় নেওয়ার পর থেকেই হাল ধরলেন এনামুল হক বিজয়। এরপর তার সঙ্গে যোগ দিলেন হাবিবুর রহমান সোহান।

এই দুজনের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পেল খুলনা টাইগার্স।

২০২৪ বিপিএলের ২৫তম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলায় মুখোমুখি হয়েছে খুলনা ও সিলেট স্ট্রাইকার্স। তলানিতে থাকা সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় খুলনা। তবে শুরুটা আহামরি হয়নি তাদের। ওপেনার এভিন লুইস ফিরেছেন ১০ বলে ১২ রান করে।

তিনে নামা আফিফ হোসেন ভালো শুরুর ইঙ্গিত দিলেও ফিরেছেন ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলে। এরপর মাহমুদুল হাসান জয় ৬ বলে ১ রান করে ড্রেসিংরুমে ফিরলে চাপে পড়ে যায় খুলনা। তবে এরপর চতুর্থ উইকেট জুটিতে ৯৯ রান যোগ করে দলের সংগ্রহকে ভালো অবস্থানে নেন বিজয় ও হাবিবুর।  

৫৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বিজয়। ৫টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংস। আর হাবিবুর ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৩০ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৪৩ রান।

বল হাতে একটি করে উইকেট নিয়েছেন সিলেটের সানজামুল ইসলাম, সামিত প্যাটেল ও বেনি হাওয়েল।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।