ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

প্লে-অফে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
প্লে-অফে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

জমে উঠেছে বিপিএলের প্লে-অফ লড়াই। ইতোমধ্যেই প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

সেরা চারে উঠতে লড়াইয়ে আছে আরও চারটি দল।  

জিতলেই প্লে-অফ নিশ্চিত- এমন সমীকরণ নিয়ে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে দলটি। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে খুলনা। প্লে-অফে যেতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

খুলনা একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, পারভেজ হোসেন ইমন, শেই হোপ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জেসন হোল্ডার, ওয়েইন পারনেল, মুকিদুল ইসলাম, আরিফ আহমেদ, নাসুম আহমেদ।

চট্টগ্রাম একাদশ: মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান, সৈকত আলী, টম ব্রুস, রোমারিও শেফার্ড, শুভাগত হোম (অধিনায়ক), শাহাদাৎ হোসেন দিপু, শহীদুল ইসলাম, নিহাদুজ্জামান, সালাউদ্দিন শাকিল, বিলাল খান।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এএইচএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।