ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আবাহনী-শেখ জামাল ম্যাচ দিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আবাহনী-শেখ জামাল ম্যাচ দিয়ে

ঢাকা প্রিমিয়ার লিগের পর্দা উঠছে আগামী ১১ মার্চ। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের ও রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে নামছে।

পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়বে আবাহনী।  

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির ম্যাচটি হবে বিকেএসপির তিন নম্বর মাঠে। যদিও এই ম্যাচে মোহামেডান থেকে শেখ জামালে যোগ দেওয়া দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে পাচ্ছে না শেখ জামাল। বিষয়টি জানিয়ে ক্লাবটির টিম ডিরেক্টর শানিয়ান তানিন জানান, দুই ম্যাচ পর থেকে পুরো মৌসুমই খেলার কথা রয়েছে সাকিবের।

প্রথম দিন শেখ জামাল ও আবাহনী ছাড়াও আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে।  

এরপরদিন তিন মাঠে বাকি ছয়টি দল মাঠে নামবে। প্রথম রাউন্ডের পর একদিনের বিরতি দেওয়া হয়েছে। ১৪ ও ১৫ মার্চ দ্বিতীয় রাউন্ড এবং ১৭ ও ১৮ মার্চ তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এবারের ডিপিএলে নেই কোনো বিদেশি কোটা।  

প্রথম রাউন্ডের সূচি

১১ মার্চ, ২০২৪
আবাহনী লিমিটেড বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব বনাম গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি
বিকেএসপি ৩ নং মাঠ

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব
খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম

১২ মার্চ, ২০২৪
লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম সিটি ক্লাব
বিকেএসপি ৪ নং মাঠ

গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
বিকেএসপি ৩ নং মাঠ

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।