ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন সাউদি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
নিউজিল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন সাউদি

শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর নিউজিল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন টিম সাউদি। 'দলের ভালোর জন্য' এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

 তার স্থলাভিষিক্ত হচ্ছেন টম ল্যাথাম।

সদ্যই শ্রীলঙ্কা সফরে গিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। এরপর আজ এক বিবৃতিতে সাউদির দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। একইসঙ্গে ল্যাথামকে দায়িত্ব দেওয়ার ব্যাপারটিও জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকেই দায়িত্ব সামলাবেন তিনি।

২০০৮ সালে কিউইদের জার্সিতে অভিষেক হওয়ার পর ১০২টি টেস্ট খেলেছেন সাউদি। এই ফরম্যাটে তার উইকেট আছে ৩৮২টি। ২০২২ সালের ডিসেম্বরে কেন উইলিয়ামসনের কাছ থেকে নেতৃত্ব বুঝে নেন সাউদি। এরপর নেতৃত্ব দিয়েছেন ১৪ টেস্টে; যার মধ্যে ৬টি করে জয় ও হার এবং ২টিতে ড্র করেছে তার দল।

টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরের চ্যাম্পিয়নরা এবার আছে ষষ্ঠ স্থানে। অক্টোবরে তারা ভারত সফর করবে। যেখানে তারা খেলবে তিন টেস্টের সিরিজ।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা,অক্টোবর ০২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।