ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাট করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
টস হেরে ব্যাট করবে বাংলাদেশ

টেস্ট সিরিজ শেষ হয়েছে হার দিয়ে। বাংলাদেশ আশায় টি-টোয়েন্টিতে ভালো কিছু করে দেখার।

ওই পথে চ্যালেঞ্জটা অবশ্য বেশ।  

রোববার গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ।  

টসের সময় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, পিচ খুব একটা বদলে যাবে বলে মনে করেন না তিনি। এজন্যই আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তার দলে নতুন মুখ অনেক, তাদের নিয়ে আশাবাদী ভারতীয় অধিনায়ক।  

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ফিল্ডিংই করতেন। তবে পিচটাকে ভালো মনে হচ্ছে তার। তিন পেসারের সঙ্গে দুই স্পিনারের একাদশ সাজিয়েছেন তারা। শান্তর চাওয়া, ওপেনাররা ভালো করবেন।  

ভারত একাদশ 

সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়শিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।  

বাংলাদেশ একাদশ

পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।