ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

হাথুরুর হেনস্তার ব্যাপারে কিছু ‘জানেন না’ শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
হাথুরুর হেনস্তার ব্যাপারে কিছু ‘জানেন না’ শান্ত

চন্ডিকা হাথুরুসিংহের চাকরি গেছে এক বছর পর। গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময় এক খেলোয়াড়কে শারীরিক হেনস্তা করেছেন তিনি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল এমন।

এর সঙ্গে বাড়তি ছুটি কাটানোকেও কারণ হিসেবে উল্লেখ করে বিসিবি।  

যদিও পরে সেসব অভিযোগ প্রত্যাখান করেছেন হাথুরুসিংহে। সেই ক্রিকেটার কেন সঙ্গে সঙ্গে অভিযোগ তুললেন না, এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমন কোনো ঘটনা ঘটলে ক্রিকেটারের সতীর্থদেরও জানার কথা। রোববার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনেও প্রশ্ন ছিল এ নিয়ে।  

নাজমুল হোসেন শান্ত তখন ছিলেন সহ-অধিনায়ক, এখন অধিনায়ক। শারিরীক হেনস্তার ঘটনায় তার অবস্থান কী ছিল? উত্তরে শান্ত বলেন, ‘আমি এই ব্যাপারে আসলে জানিই না। সত্যি বললাম, আমি জানি না। ’ ভবিষ্যতে এমন ঘটনা হলে কী অবস্থান হবে জানতে চাইলে তিনি বলেন, ‘(সামনে এমন) ঘটবে না। ’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দিন পাঁচেক আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন কোচ ফিল সিমন্স। এত অল্প সময় আগে কোচ বদল হলে পরিকল্পনায় কোনো সমস্যা হয় কি না জানতে চাওয়া হয় শান্তর কাছে।  

তিনি বলেন, ‘যেহেতু পাঁচদিন আগে বললেন অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই কোচ যখন এসেছেন, খুব বেশি পরিকল্পনা এখন পর্যন্ত দেননি। উনি নতুন মানুষ, সবকিছু বোঝার চেষ্টা করছেন। আমরা যারা খেলোয়াড়রা আছি বা আমি অধিনায়ক হিসেবে আমি জানি যে কী করতে চাই। ’

‘এই টেস্টে আমাদের দল কীভাবে খেলতে চায়। প্রতিটা খেলোয়াড় তার ভূমিকা সম্পর্কে অবগত আছে। কোচকে আমি আমার পরিকল্পনা শেয়ার করেছি, যেটাতে কোচ একমত। আমরা যেহেতু এই মাঠে অনেক ম্যাচ খেলেছি আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা আছে; সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাব। আগের কোচ বা এই কোচ, এত কিছু মেলানোর প্রয়োজন আমি মনে করি না। কারণ খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ এই মাঠে খেলার ব্যাপারে। ’ 

বাংলাদেশ সময় : ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।