ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নিরাপত্তার কড়াকড়ি, ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
নিরাপত্তার কড়াকড়ি, ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

শেরে বাংলা স্টেডিয়ামের সামনের পুরো রাস্তায়ই বন্ধ। জনসাধারণ তো দূর, খেলা সংশ্লিষ্ট ও অ্যাক্রিডেটেশন সঙ্গে নিয়েও কয়েক ধাপের তল্লাশির পর ঢুকতে দেওয়া হচ্ছে।

গ্য্যালারিতেও খুব বেশি দর্শক নেই। এমন নিরাপত্তার কড়াকড়িতেই শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট।  

এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে বলে মনে করেন তিনি। এজন্যই আগে ব্যাটিং বেছে নেওয়া। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামও টস জিতলে ব্যাটিংই নিতেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে জাকের আলির। তাকে ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। এ ম্যাচে বাংলাদেশ নামছে স্রেফ একজন পেসার নিয়ে, একাদশে আছেন তিন স্পিনার। এছাড়া ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী হবেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান নেই।

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডে জর্জি, ত্রিস্তিয়ান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজেকে, কেইল ভেরেননে, ওয়ায়ান মোল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, ডানে পিডট।

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।