ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

১০ বছর পর পাওয়া জয় মার্করামের কাছে ‘স্পেশাল’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
১০ বছর পর পাওয়া জয় মার্করামের কাছে ‘স্পেশাল’

এক দশক ধরে উপমহাদেশে জয় ছিল না দক্ষিণ আফ্রিকার। এ নিয়ে দিন চারেক আগেও কথা হয়েছে অনেক।

এখন অবশ্য কিছুটা হলেও স্বস্তিই পাচ্ছে প্রোটিয়ারা। বাংলাদেশকে মিরপুর টেস্টে হারিয়ে দশ বছরের খরা কাটিয়েছে তারা।  

এই এক দশকে এর আগেও বাংলাদেশে এসেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বৃষ্টির বাধায় ওই সফরে ম্যাচ দুটিই হয়েছিল ড্র। এবার অবশ্য তারা সাড়ে তিনদিনের মাথায়ই জয় নিশ্চিত করেছে। এরপরের অনুভূতি কেমন? জানতে চাওয়া হয় প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা স্পেশাল। কিছুটা তরুণ ও অনভিজ্ঞ দলের এখানে এসে জয় পাওয়া দারুণ ব্যাপার। ড্রেসিংরুমেও একটা পরিবেশ তৈরি হবে। এটা আমাদের ভেতর কিছুটা বিশ্বাসও যোগাবে যে, আমাদের জন্য বৈরি কন্ডিশনেও প্রতিদ্বন্দ্বীতা করতে পারি। এটা আমাদের জন্য বড় ব্যাপার। উপমহাদেশ ও বাংলাদেশে খেলা, এটা আমাদের রোমাঞ্চিত করে সামনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে। ’

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে দিয়ে ২০৬ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। এরপর তারা এক সময় ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল। সেটি না হলেও শেষ অবধি ৭ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এখান থেকে কি নেওয়ার আছে তাদের?

উত্তরে মার্করাম বলেন, ‘আমার মনে হয় না এটা এমন কিছু যেটা আমরা গ্রেন্টেড হিসেবে নিয়ে নেবো। আমার জন্য, আমি কয়েক বছর ধরে খেলছি; আমি কখনো উপমহাদেশে জিতিনি। এটা আমাদের জন্য স্পেশাল মুহূর্ত। একই সঙ্গে বলতে চাই, এখান থেকে আপনি সবচেয়ে বড় যেটা নিতে পারেন- দল হিসেবে বিশ্বাস ও আত্মবিশ্বাস।

 ‘এটা দলকে অনেক সাহায্য করবে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। দেখার বিষয় হলো টানা পারফর্ম করতে পারি কি না আমরা, যেটা আসলে সত্যিকারের ভালো দলগুলো করে। চ্যালেঞ্জটা নেওয়ার দিকে আমরা তাকিয়ে আছি। ’

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।