ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন বছর পর ফিরে সুন্দরের ৭ উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
তিন বছর পর ফিরে সুন্দরের ৭ উইকেট

ব্যাকআপ হিসেবে অক্ষর প্যাটেল আগে থেকেই স্কোয়াডে ছিলেন। তবু কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে নেওয়া হয় ওয়াশিংটন সুন্দরকে।

তিন বছর পর টেস্টে ফেরাটা বেশ ভালোভাবেই স্মরণীয় করে রাখলেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫৯ রান খরচে একাই শিকার করেন ৭ উইকেট।

বেঙ্গালুরুতে হারের আগে টসের সিদ্ধান্ত নিয়ে অকপটেই ভুল শিকার করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পুনেতে অবশ্য টস জেতেননি তিনি। তবে তাতে খুব একটা আক্ষেপ হওয়ার কথা না তার। আগে ব্যাট করতে নেমে সুন্দরের স্পিনে ধরাশায়ী হয়ে ২৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। পরে ১ উইকেটে ১৬ রান নিয়ে দিনশেষ করে ভারত। যশস্বী জয়সওয়াল ৬ ও শুভমান গিল ১০ রানে অপরাজিত আছেন।

অথচ শুরুটা খুব একটা খারাপ হয়নি কিউইদের। প্রথম তিনটি উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। ততক্ষণে ১৩৮ রান জমা করে সফরকারীরা। ফিফটি তুলে নেওয়া রাচিন রবীন্দ্র বড় সংগ্রহেরই আশা দেখাচ্ছিলেন। কিন্তু  তিন  বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলা সুন্দর তা হতে দেননি। ৬৫ রান করা রাচিনকে দিয়েই ব্যাটিংয়ে ধস নামানো শুরু করেন ডানহাতি এই স্পিনার। সাত উইকেটের মধ্যে বোল্ড হন পাঁচ ব্যাটার। কিউইদের হয়ে সর্বোচ্চ ৭৫ রান আসে ডেভন কনওয়ের ব্যাট থেকে।

দিনের শেষে  ব্যাটিংয়ে নেমে শুরুতেই রোহিতের (০) উইকেট হারিয়েছে ভারত। টিম সাউদির বলে বোল্ড হন তিনি। তবে বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন জয়সওয়াল ও গিল।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।