ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কাবরেরার ক্যাম্পে ডাক পাননি জামাল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
কাবরেরার ক্যাম্পে ডাক পাননি জামাল

নভেম্বরের ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  ম্যাচ দুটি সামনে রেখে আংশিক স্কোয়াড ঘোষণা করেছেন দলের কোচ হাভিয়ের কাবরেরা।

যেখানে ডাক পাননি বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।  

আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন কাবরেরা। শিগগিরই পুরো দল দেবেন তিনি।  

বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় বর্তমানে ভুটানে রয়েছেন। তারা ফিরলে পুরো দল ঘোষণা করবেন বাংলাদেশ দলের কোচ। সেই দলে থাকতে পারেন জামাল।  

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোন দল পাননি জামাল। তবে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন তিনি।  

মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটি মাঠে গড়াবে আগামী ১৩ এবং ১৬ নভেম্বর। এ উপলক্ষে আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ক্যাম্প। ১৬ জন ফুটবলারকে নিয়ে ১ নভেম্বর থেকে কিংস অ্যারেনাতে ক্যাম্প শুরু হতে যাচ্ছে।  

ম্যাচ দুটিও হবে হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। কোচ দুই দিন আগে জামালের থাকার বিষয় ফিফটি-ফিফটি বলেছিলেন। ফলে জামালকে ছাড়াই এবারের ম্যাচ দুটি খেলতে পারে বাংলাদেশ।

১৬ জনের আংশিক স্কোয়াড

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেইন 
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, শকিল হোসেইন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ, মিরাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।