ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষ তিনে মিরাজ, চূড়ায় রাবাদা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
শীর্ষ তিনে মিরাজ, চূড়ায় রাবাদা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে অবদান রাখতে না পারলেও বোলিংয়ে অবদান রেখেছেন মেহেদি হাসান মিরাজ। পরে দ্বিতীয় ইনিংসে সবার ব্যর্থতার মাঝে খেলেন ৯৭ রানের ইনিংস।

তারই পুরস্কার পেলেন এই অলরাউন্ডার। উঠে এসেছেন র‌্যাংকিংয়ের তিন নম্বরে।  

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন মিরাজ। ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন তিনি। অপরদিকে বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়া কাগিসো রাবাদা উঠে এসেছেন টেস্ট বোলারদের শীর্ষে। তিন ধাপ এগিয়েছেন তিনি।  

মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৩ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট নেন মিরাজ। পরের ইনিংসে উইকেট না পেলেও খেলেন ৯৭ রানের ইনিংস। যার ফলে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। অপরদিকে এই টেস্টে না খেলা সাকিব আল হাসানের হয়েছে অবনতি। ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছেন তিনি। মিরাজের আগে দুই নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষে আছেন তারই সতীর্থ রবীন্দ্র জাদেজা।

এদিকে দ্বিতীয়বারের মতো র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন রাবাদা। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের কারণে এক নম্বরে উঠে এসেছিলেন তিনি। এবার বাংলাদেশকে গুঁড়িয়ে সেই স্থান করলেন পুনরুদ্ধার। মিরপুরে তিনি প্রথম ইনিংসে নেন ৩ উইকেট। পরের ইনিংসে আরও ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে রাখেন বড় অবদান।  

একইসঙ্গে ইতিহাসও গড়েন এই পেসার। টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ১২ হাজারের কম ডেলিভারিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি (১১ হাজার ৮১৭ ডেলিভারি)। যে কারণে তিন ধাপ এগিয়ে চূড়ায় উঠে এসেছেন তিনি। এই তালিকায় দুইয়ে জস হেইজেলউড। তিনে জসপ্রিত বুমরাহ ও চারে আছেন অশ্বিন। পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।

টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে অবশ্য বরাবারের মতো শীর্ষে আছেন জো রুট। দুইয়ে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। এক ধাপ উন্নতিতে তিনে ভারতীয় ব্যাটার জায়সাওয়াল। এই র‌্যাংকিংয়ে ২০ ধাপ এগিয়েছে পাকিস্তানের সাউদ শাকিল। ইংল্যান্ডের বিপক্ষে ১৩৪ রানের ইনিংস খেলে দলকে জেতানে এই ব্যাটার আছেন ৭ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।