ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কষ্টার্জিত জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
কষ্টার্জিত জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

দুই ওপেনারকে দ্রুত হারানোর পর স্টিভেন স্মিথ ও জশ ইংলিসের ব্যাটে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু মাঝের ওভারে স্বাগতিকদের চাপে রেখে পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনেন হারিস রউফ।

যদিও শেষ পর্যন্ত সফল হয়নি সফরকারীরা। অধিনায়ক প্যাট কামিন্সের দৃঢ়তায় ২ উইকেটের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে সেই রান ৯৯ বল হাতে রেখেই সেই রান তাড়া করে অস্ট্রেলিয়া।

যদিও ওপেনাররা ভালো শুরু এনে দিতে পারেননি। ২৮ রানের ভেতরই সাজঘরে ফেরেন ম্যাথু শর্ট (১) ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (১৬)। শুরুর ধাক্কা সামাল দিয়ে তৃতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন স্মিথ-ইংলিস। তাতে অজিদের জয় সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। তবে ৪৬ বলে ৬ চারে ৪৪ রান করা স্মিথকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রউফ।

ফিফটির দেখা পাননি ইংলিসও। শাহিন আফ্রিদির শিকার হয়ে ৪২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৯ রানে থামেন তিনি। ২১তম ওভারে এসে পরপর দুই বলে মার্নাস লাবুশেন (১৬) ও গ্লেন ম্যাক্সওয়েলকে (০) তুলে নেন রউফ। হাসি ফোটান পাকিস্তান শিবিরে, অন্যদিকে চাপে পড়ে অজিরা।

যদিও সেই চাপ নতুন কিছু নয় কামিন্সের জন্য। টেস্ট ক্রিকেটে এভাবে ম্যাচ জেতানোর অভিজ্ঞতা আছে তার। এবার সেটা কাজে লাগালেন ওয়ানডেতেও। একপ্রান্ত আগলে রেখে ঠিকই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। শেষ পর্যন্ত ৩১ বলে ৪ চারে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। পাকিস্তানের হয়ে ৬৭ রানে তিনটি উইকেট নেন রউফ। এছাড়া শাহিন দুটি, হাসনাইন ও নাসিম শাহর শিকার একটি করে উইকেট।

এর আগে মিচেল স্টার্কের তোপে পড়ে ২৪ রানের ভেতরই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। অজি পেসারদের গতি ও বাউন্সের সামনে ভোগান্তি ছিল নিয়মিত, সঙ্গে অ্যাডাম জাম্পা তো ছিলেনই। সর্বোচ্চ ৪৪ রান আসে নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। পুরোনো অধিনায়ক বাবর আজম ভালো শুরু পেয়েও ফিরে যান ৪৪ বলে ৩৭ রান করে। শেষ দিকে নাসিম ৩৯ বলে ১চার ও ৪ ছক্কায় ৪০ রানের চমক না দেখালে ২০০ পেরোনোই মুশকিল ছিল পাকিস্তানের জন্য।

১০ ওভারে ৩ মেইডেনসহ ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্টার্ক। এছাড়া দুটি করে শিকার করেন কামিন্স ও জাম্পা।

আগামী শুক্রবার অ্যাডিলেইডে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এএইচএস
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।