ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভিসা জটিলতায় এখনো আমিরাত যেতে পারেননি নাহিদ-নাসুম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
ভিসা জটিলতায় এখনো আমিরাত যেতে পারেননি নাহিদ-নাসুম

আফগানিস্তান সিরিজ খেলতে দুই ধাপে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ।

আজই তাদের ভিসা পাওয়ার প্রত্যাশা করেছিল বিসিবি। কিন্তু এখন পর্যন্ত তা পাননি তারা। এর আগে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা আজকের মধ্যে ভিসা পাওয়ার প্রত্যাশা করছি। ভিসা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী ফ্লাইটে ভ্রমণ করতে পারবে তারা। ’

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম দলে ডাক পেয়েছেন নাসুম। টেস্ট ক্রিকেটে গতির ঝড় তোলায় বেশ কদিন ধরেই আলোচনায় নাহিদ। ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথম ডাক পেলেন তিনি।

এদিকে এর আগে শনিবার ৯ জন ও রোববার দলের ৪ জন সদস্য আমিরাতের উদ্দেশে উড়াল দেন।  ৬, ৯, ১১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।

আফগানিস্তান সিরিজের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।