ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গ্লোবাল লিগের জন্য রংপুর রাইডার্সের দল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
গ্লোবাল লিগের জন্য রংপুর রাইডার্সের দল ঘোষণা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরাবরই শক্তিশালী দল গড়ে রংপুর রাইডার্স। এবার তারা নাম লেখাচ্ছে প্রথমবারের মতো হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে।

এই টুর্নামেন্টের জন্য ৯ দেশি ক্রিকেটারসহ ১৩জনকে নিশ্চিত করেছে রংপুর। দলের সঙ্গে যোগ দিতে পারেন যুক্তরাষ্ট্রের তারকা ক্রিকেটার স্টিভেন টেলরও।

সবশেষ ড্রাফটে গড়া দলের ক্রিকেটারদের আধিক্যই রয়েছে স্কোয়াডে। অধিনায়ক নুরুল হাসান সোহান ও অলরাউন্ডার শেখ মাহেদিকে ধরে রাখে তারা। সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। তারা সবাই আছেন গ্লোবাল সুপার লিগের স্কোয়াডে।

আসন্ন বিপিএলের স্কোয়াডের বাইরে থেকে স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ও বাঁহাতি ব্যাটার আফিফ হোসেনকেও গ্লোবাল সুপার লিগে। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ড, ইংল্যান্ডের ব্যাটার ওয়েইন ম্যাডসেন ও পেসার জ্যাক চ্যাপেল খেলবেন রংপুরের জার্সিতে খেলবেন। আছেন হারমিত সিংও।

আগামী ২৬ নভেম্বর শুরু হবে গ্লোবাল সুপার লিগের, পর্দা নামবে ৭ ডিসেম্বর। টুর্নামেন্টে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সাথে বাংলাদেশের রংপুর রাইডার্স ছাড়াও খেলবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মাহেদি, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।