ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্ষোভে মাঠ ছাড়লেন জোসেফ, কোচ বললেন ‘অগ্রহণযোগ্য’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
ক্ষোভে মাঠ ছাড়লেন জোসেফ, কোচ বললেন ‘অগ্রহণযোগ্য’

ব্রেন্ডন কিং ও কিসি কার্টির সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এতে যে খুব একটা স্বস্তিতে আছে ক্যারিবিয়ানরা, তা কিন্তু নয়।

তাদের ঘরের মধ্যেই বইছে অশান্তির হাওয়া।  

বার্বাডোসে গতকাল ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপের ওপর ক্ষোভ দেখিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান পেসার আলজারি জোসেফ। তার এমন আচরণকে অগ্রহণযোগ্য বলছেন কোচ ড্যারেন স্যামি।

ঘটনাটি ঘটে ইংল্যান্ডে ইনিংসের চতুর্থ ওভারে। ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ ছিলেন জোসেফ। একপর্যায়ে হোপের সঙ্গে তর্কেও লিপ্ত হন ডানহাতি এই পেসার। সেই ওভারের চতুর্থ বলে জর্ডান কক্সকে আউট করার পর দলের সঙ্গে উদযাপন না করে উল্টো নিজের বোলিং মার্কে ফিরে যান তিনি।

ওভার শেষের পর কাউকে কিছু না জানিয়েই জোসেফ মাঠ থেকে উঠে যান। বসে পড়েন ড্রেসিংরুমে। যার ফলে বাধ্য হয়েই ১০ জন ফিল্ডার নিয়ে পঞ্চম ওভার শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ শেষে স্যামি বলেন, ‘আমার ক্রিকেট মাঠে এই ধরনের ব্যবহার অগ্রহণযোগ্য। আমরা বন্ধু হয়ে থাকব… কিন্তু যে সংস্কৃতি আমি তৈরি করার চেষ্টা করছি, সেখানে এটা অগ্রহণযোগ্য। এনিয়ে আমরা অবশ্যই কথা বলব। ’

ষষ্ঠ ওভারের শুরুতে জোসেফ আবার ঠিক মাঠে ফেরেন। কিন্তু ১২তম ওভারের আগপর্যন্ত বোলিংয়ে আসেননি তিনি। আবারও মাঠ ছাড়ার আগে তার বোলিংয়ে দুবার মিসফিল্ডিং হয়। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪৫ রান খরচে ২ উইকেট নেন এই পেসার।  

স্যামি বলেন, ‘কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনার ক্ষেত্রে আমি নিজের ওপর গর্ববোধ করি। তবে এমনভাবে করি, যাতে করে সবাই যেন বুঝতে পারে কী করা প্রয়োজন। খেলোয়াড়দের সঠিক পথে ধীরে ধীরে অগ্রসর হতে দেখলে আমার গর্ব হয়। এখনো অনেক কাজ বাকি আছে, তবে এটি এমন এক কাজ যা নিয়ে আমি বেশ উৎসাহী। ’

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।