ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আচার-আচরণ ভালো নয় গম্ভীরের: মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আচার-আচরণ ভালো নয় গম্ভীরের: মাঞ্জরেকার

বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে তারা।

পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দ্বিতীয় টি-টোয়েন্টি হেরেছে। এতকিছুর পরেও দমে যাননি দলটির হেড কোচ গৌতম গম্ভীর। তবে তার উঁচু গলায় কথা বলাটা মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার।

নিউজিল্যান্ডের বিপক্ষে দলের এমন অধপতনের পর গম্ভীরের সরাসরি সমালোচনা করেন মাঞ্জরেকার। নিজের টুইটার একাউন্টে তিনি জানান, আচার-আচরণ ভালো নয় গম্ভীরের। পাশাপাশি কোথায় কেমন শব্দ ব্যবহার করতে হবে তাও জানেন না ভারতীয় হেড কোচ।

ভারতীয় এই ধারাভাষ্যকার লিখেছেন, ‘মাত্রই গম্ভীরের সংবাদ সম্মেলন দেখলাম। বিসিসিআইয়ের জন্য সবচেয়ে ভালো হয় যদি তারা তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে শুধু পর্দার পেছনে কাজ করতে দেয়। তার আচার-আচরণ যেমন ভালো নয়, তেমনি কখন কী শব্দ ব্যবহার করতে হবে সেই জ্ঞানেরও অভাব আছে। আমি মনে করি, রোহিত ও আগারকার ওর চেয়ে অনেক ভালোভাবে সংবাদমাধ্যম সামলায়। ’

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই হওয়ার ব্যাখ্যায় সংবাদ সম্মেলনে এসে গম্ভীর বলেছিলেন, ‘আমি এখানে বসে নিজেদের পিঠ বাঁচানো কথাবার্তা বলব না। আমি মনে করি, আমরা তিন বিভাগেই ওদের কাছে পাত্তা পাইনি। ওরা আমাদের চেয়ে যে বেশি পেশাদার ছিল, সেটি মানতেই হবে। আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, আমরা তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাব। ’

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।