ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ হেরে শিশিরের কথা বললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ম্যাচ হেরে শিশিরের কথা বললেন মিরাজ

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল আফগানিস্তানের বিপক্ষে হেরে সিরিজ খোঁয়াতে হয় বাংলাদেশের। এই ম্যাচে শুরুতেই টস জিতেছিলেন নাজমুল হাসান শান্তর অনুপুস্থিতিতে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এতে খুশিও হয়েছিলেন তিনি। তবে খুব একটা লাভ হয়নি পরে। ম্যাচ শেষে মিরাজ দোষ দিলেন শিশিরের।

প্রথম ম্যাচে ৯২ রানে আফগানিস্তান জেতার পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ; জয় পায় ৬৮ রানের। কিন্তু শেষ ম্যাচে আর পারেনি তারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে। পরে অবশ্য জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজ। রিয়াদের ৯৮ ও মিরাজের ৬৬ রানের ইনিংসে ২৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।  

এই রান তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। হাঁকান সেঞ্চুরিও। পরে আজমতউল্লাহ ওমরজাইয়ে অপরাজিত ৭০ রানের ইনিংসে ৫ উইকেটে জয় পেয়ে সিরিজ নিজেদের করে নেয় তারা। ম্যাচ শেষে মিরাজ কৃতিত্ব দিলেন এই দুই ব্যাটারকে। তবে উইকেটের আচরণ নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

মিরাজ বলেন, ‘গত দুই ম্যাচে আমরা দেখেছি, উইকেটে স্পিন ধরছিল (পরে), এজন্য আমরা ব্যাটিং নিয়েছি (টস জিতে)। তবে উইকেট পরেও ভালো ছিল, ভালোভাবেই ব্যাট করা যাচ্ছিল এবং শিশিরও পড়েছিল (রাতে)। বল ভালোভাবে ব্যাটে আসছিল। ’

আফগান ব্যাটারদের কৃতিত্ব দিয়ে মিরাজ আরও বলেন, ‘অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে, তারা ভালো খেলেছে, বিশেষ করে গুরবাজ ও ওমারজাই সত্যিই ভালো খেলেছে। মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি। উইকেট নিতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।