ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইপিএলের নিলামে নামই তোলা হয়নি সাকিবের 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আইপিএলের নিলামে নামই তোলা হয়নি সাকিবের 

তালিকায় থাকলেও আইপিএলের নিলামে তোলা হয়নি সাকিব আল হাসানের নাম। ৬১ নম্বর স্লটে ৪৩৯ নম্বর ক্রিকেটার ছিলেন তিনি।

যদিও তার আগে থাকা সত্যনারায়ণ রাজুর ও পরে থাকা ডোয়াইন প্রিটোরিয়াসের নাম ডাকা হয়। কিন্তু এড়িয়ে যাওয়া হয় তাকে।  ফলে গতবারের মতো এবারও আইপিএলে দল পেলেন না সাকিব।  

এবারের মেগা নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। এর মধ্যে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম ডাকা হলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। নিলামের সঞ্চালক মল্লিকা সাগর এড়িয়ে গেছেন তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানার নামও।

গত দুই আসরে আইপিএলে দেখা যায়নি সাকিবকে। এবার নিজের ভিত্তিমূল্য ১ কোটি রুপি ঠিক করেছিলেন তিনি। কিন্তু তাতেও ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে কোনো সাড়া পাননি। ক্যারিয়ারের শেষদিকে এসে সময়টা ভালো যাচ্ছে না তার।   জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার।  

জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুতে আটকে যায় তার ফেরা। তবে এখনও জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়নি। শোনা যাচ্ছে, বিদেশের মাটিতে দেশের হয়ে খেলা চালিয়ে যেতে পারেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৬  ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪ 

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।