ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফি: ১৫ মিনিটের সভায় হয়নি সমঝোতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
চ্যাম্পিয়নস ট্রফি: ১৫ মিনিটের সভায় হয়নি সমঝোতা

পাকিস্তান আগেই বলে দিয়েছে হাইব্রিড মডেলের প্রস্তাবে কোনোভাবেই রাজি হবে না তারা। চ্যাম্পিয়নস ট্রফির জন্য একটি সুরহা বের হওয়ার কথা ছিল আজকের আইসিসি সভায়।

কিন্তু সমঝোতা না হওয়ায় সেই সভা ১৫ মিনিটও টেকেনি। ভারত-পাকিস্তানকে সমাধানের পথ খুঁজে নেওয়ার জন্য এই সপ্তাহ পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।

অনলাইনে অনুষ্ঠিত মিটিংয়ে পূর্ণসদস্যের ১২জন সদস্য ও সহযোগী দেশগুলোর মধ্য থেকে তিনজন পরিচালক উপস্থিত ছিলেন। মূলত ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না বলেই এই ঝামেলার সৃষ্টি হচ্ছে। সেজন্য গত এশিয়া কাপের মতো এবারও হাইব্রিড মডেল নিয়ে গুঞ্জন উঠেছিল।  

১৫ ম্যাচের এই টুর্নামেন্টের জন্য একটি হাইব্রিড মডেল প্রস্তাব করা হয়েছিল, যেখানে ভারতের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের কথা বলা হয়। কিন্তু পিসিবি জানিয়েছে, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তাই আইসিসির কাছে দুটি বিকল্প আছে। হয় ভারতকে পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হবে, নয়তো পাকিস্তানের বদলে আয়োজক হবে অন্য কেউ। তবে আয়োজকসত্ব থাকবে পাকিস্তানের কাছেই।  

এখন আইসিসি কোন সিদ্ধান্তে আসবে সেটা নিয়ে অপেক্ষা কেবল বাড়ছেই। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে আট দলের চ্যাম্পিয়নস ট্রফি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।