ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘শেখার কোনো শেষ নেই’ মন্ত্রে উজ্জীবিত নাহিদ রানা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
‘শেখার কোনো শেষ নেই’ মন্ত্রে উজ্জীবিত নাহিদ রানা সংগৃহীত ছবি

গতির ঝড় তিনি তুলছেন ক্যারিয়ারের শুরু থেকেই। তবে নাহিদ রানা যত দিন যাচ্ছে, ততই যেন পরিণত হচ্ছেন।

গতির সঙ্গে লাইন-লেন্থের মিশেলে পাচ্ছেন সাফল্যও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখাও পেয়েছেন তিনি।  

তাকে ঘিরে উচ্ছ্বাস যেন তাতে বেড়েছে আরও। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ওই বোলিংয়ের পর মুগ্ধতার কথা শুনিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে ঘিরে চলছে আলোচনা। নিয়মিত প্রায় দেড়শ গতিতে বোলিং করায় তাকে নিয়ে শোনা যাচ্ছে নানা আশার কথা।  

তবে এসব নিয়ে একদমই ভাবছেন না ২২ বছর বয়সী এই পেসার। বিসিবির ভিডিওতে তিনি বলেছেন, ‘ইন্টারনেটে কী চলছে, এগুলো সেরকমভাবে মাথায় নিই না। একটি জায়গাতেই মনোযোগ রাখছি, মাঠে কীভাবে পারফর্ম করা যায় এবং দলকে কীভাবে সেরাটা দেওয়া যায়। ’

‘কোচের তত্ত্বাবধানে আছি, নতুন কিছু শিখতে পারছি। যেসব দেশে যাচ্ছি, ওসব দেশের কন্ডিশনে খেলছি, নতুন কিছু শিখতে পারছি। শেখার কোনো শেষ নেই। এখানে এসেও শিখলাম যে, এই আবহাওয়ায়, ওয়েস্ট ইন্ডিজের উইকেটে কেমন বোলিং করা উচিত বা কেমন লাইন-লেংথে বল করা উচিত। অবশ্যই শিখছি সব জায়গায়। ’ 

জাতীয় দলের হয়ে খেলতে এখন ক্যারিবিয়ানে আছেন নাহিদ। ওখানেই তার দেখা হয়েছিল কিংবদন্তি পেসার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে। তার সঙ্গে কথোপকথের কিছু ব্যাপার নাহিদ শুনিয়েছেন।  

নাহিদ বলেন, ‘দেখা হয়েছিল… কোর্টনি ওয়ালশ বলছিলেন যে, তুমি জীবনে যেখানেই থাকো, শিখতে থাকো এবং নিজেকে মেইনটেইন করো, ফিটনেস ধরে রাখো, আর জীবনে যেখানেই যাবে, শিখবে। শেখার কোনো শেষ নেই। ’

‘জ্যামাইকাতে শেষ ম্যাচের পর কোর্টনি ওয়ালশ বলেছেন– তুমি নিজের খেয়াল রেখো এবং ফিটনেসের যত্ন নিও। নতুন কিছু শিখতে থাকো, শেখার কোনো শেষ নেই। ’

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।