ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ইমাদ ওয়াসিম

ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। যদিও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

নতুন উপায়ে সবাইকে বিনোদন দেওয়ার কথাও জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।  

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছরও বিদায়ের ঘোষণা দিয়েছিলেন ইমাদ। এরপর পিএসএরে দারুণভাবে ফেরেন। সেখানে বেশ কয়েকটি ম্যাচ সেরার পুরস্কারও জেতেন। তার দারুণ পারফরম্যান্স দেখে পিসিবি অফিসিয়ালরা আলোচনা করে তাকে ফেরায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।  

বিশ্বকাপে জায়গা পেয়ে ভালো কিছু করে দেখাতে পারেননি তিনি। এরপর আর জায়গা হয়নি জাতীয় দলে। অবশেষে আজ দিলেন অবসরের ঘোষণা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আজ জানান, ‘অনেক চিন্তা ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ব মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল সর্বোচ্চ সম্মানের। সবুজ জার্সি পড়ার প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয়। ’

‘এই অধ্যায় শেষ হওয়ায়, আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগিয়ে চলার দিকে তাকিয়ে আছি। আশা করি, সবাইকে আামি নতুন উপায়ে বিনোদন দিয়ে যাব। ’

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।