এনসিএল টি-টোয়েন্টির তৃতীয় দিনের সকালের দুই ম্যাচে রান হয়নি খুব একটা। প্রথম ম্যাচে চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নিয়ে ঢাকাকে ধ্বসিয়ে দিয়েছেন ফাহাদ হোসেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে চট্টগ্রাম। শুরুতে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৪ বল ব্যাট করে স্রেফ ৬৪ রানে অলআউট হয়ে যায় ঢাকা। পরে ওই রান তাড়ায় নেমে ১১ ওভারেই ম্যাচ জেতে চট্টগ্রাম।
ঢাকার ব্যাটারদের মধ্যে কেবল তাইবুর রহমানই দুই অঙ্কে যেতে পেরেছেন। ৪৩ বল খেলে ৩০ রান করেন তিনি। চট্টগ্রামের হয়ে ৪ ওভারে স্রেফ ১১ রান দিয়ে চার উইকেট নেন ফাহাদ হোসেন। দুই উইকেট করে পান ইরফান হোসেন, আহমেদ শরিফ ও মাহমুদুল হাসান জয়।
রান তাড়ায় নেমে কোনো উইকেট হারাতে হয়নি চট্টগ্রামকে। দুই ওপেনারই ম্যাচ জিতিয়ে দেন। ৩৭ বলে ৪৪ রান করে মাহমুদুল হাসান জয় ও ২৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল।
একাডেমি মাঠে খুলনাকে ৬ রানে রানে হারিয়েছে ঢাকা মেট্টো। শুরুতে ব্যাট করে কুশায়ার কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান করে মেট্টো। পরে ওই রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারেনি খুলনা।
শুরুতে ব্যাট করতে নামা রংপুরের হয়ে সর্বোচ্চ রান আসে ইমরানুজ্জামানের ব্যাটে। ২৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন তিনি। ২১ বলে ২৫ রান আসে নাঈম শেখের ব্যাটে, ১৮ বলে ২৬ রান করেন শামসুর রহমান শুভ। খুলনার হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মেহেদী হাসান রানা।
রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেননি খুলনার ব্যাটাররাও। দলের পক্ষে ১৭ বলে সর্বোচ্চ ২৯ রান করেন আজিজুল হাকিম তামিম। রংপুরের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন আলিস আল ইসলাম। দুই উইকেট নেন রাকিবুল হাসান, মারুফ মৃধা ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এমএইচবি/আরইউ