ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ টেস্টে গেইলকে ছুঁলেন সাউদি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
শেষ টেস্টে গেইলকে ছুঁলেন সাউদি 

দেখতে কিছুটা অদ্ভুত লাগলেও টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় সেরা চারে আছেন টিম সাউদি। কিউই পেসারের শেষের শুরুটা হয়েছে আজ।

স্যাডন পার্কে প্রথম দিন বল হাতে না নিলেও ব্যাটিংয়ে নামতে হয়েছে তাকে। ১০ বলে ২৩ রানের ইনিংসে হাঁকিয়েছেন তিনটি ছক্কা। ক্রিস গেইলের সমান এখন তারও ৯৮ ছক্কা রয়েছে। আর তিনটি ছয় মারলেই ছাড়িয়ে যাবেন অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে।

ছক্কার রেকর্ডটি অবশ্য বেন স্টোকসের (১৩৩) দখলে। সাউদির শেষ টেস্টের প্রথম দিনে বোলারদের পারফরম্যান্সে খুব একটা হতাশ হওয়ার সুযোগ নেই ইংল্যান্ড অধিনায়ক। অলআউট না হলেও নিউজিল্যান্ড দিন শেষ করে ৯ উইকেটে ৩১৫ রান নিয়ে।

অথচ প্রথম সেশনে কোনো উইকেটই হারায়নি স্বাগতিকরা। লাঞ্চ বিরতির পর ইংল্যান্ডকে ব্রেকথ্রু এনে দেন গাস অ্যাটকিনসন। উইল ইয়াংকে (৪২) ফিরিয়ে ১০৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ডানহাতি এই পেসার। ফিফটি তুলে নিলেও ম্যাথু পটসের শিকার হয়ে ৬৩ রানে থামতে হয় অধিনায়ক টম ল্যাথামকে। এরপর আর কোনো বড় জুটির দেখা পায়নি কিউইরা। দিনে তিনটি করে উইকেট নেন অ্যাটকিনসন ও পটস। এছাড়া ব্রাইডন কার্স দুটি ও স্টোকস নেন এক উইকেট।

পাল্টা আক্রমণ চালিয়ে ফিফটি তুলে নেওয়া মিচেল স্যান্টনার অপরাজিত আছেন ৫০ রানে। তার সঙ্গে কাল দিনের খেলা শুরু করবেন শূন্য রানে অপরাজিত থাকা উইলিয়াম ও’ রুর্কি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।