ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রশিদের ঘূর্ণির পর ওমরজাই-নবীর ব্যাটে আফগানদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
রশিদের ঘূর্ণির পর ওমরজাই-নবীর ব্যাটে আফগানদের সিরিজ জয়

সিরিজের শুরুটা অবশ্য ভালো হয়নি আফগানিস্তানের। তবে পরের দুই ম্যাচ জিতে ঠিকই সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।

আজ শেষ টি-টোয়েন্টিতে তাদের কাছে ৩ উইকেটে হারে জিম্বাবুয়ে।

হারারেতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে স্বাগতিকদের ১২৭ রানে গুটিয়ে দেয় আফগানরা। ৪ ওভারে ২৭ রান খরচে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক রশিদ খান। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই, মুজিবউর রহমান ও নাভিন উল হকের শিকার দুটি করে উইকেট।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে ওপেনার ব্রায়ান ব্রেনেটের ব্যাট থেকে। ওয়েসলি মাধেভেরে করেন ২১ রান। এছাড়া কোনো ব্যাটারই ২০ ছুঁতে পারেননি।

জবাব দিতে নেমে চাপের মুখে পড়ে আফগানিস্তানও। ৪৪ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন ওমরজাই ও গুলবাদিন নাইব। এই জুটি ভেঙে ম্যাচ জমিয়ে তোলেন সিকান্দার রাজা। প্রথমে তিনি ফেরান ২২ বলে ২২ রান করা নাইবকে।  

পরে ৩৭ বলে ৩৪ রান করা ওমরজাইকেও তুলে নেন তিনি। তাই পথটা কঠিন হয়ে যায় আফগানদের জন্য। তবে অভিজ্ঞ মোহাম্মদ নবীর ব্যাটে চড়ে ৩ বল হাতে রেখেই নিশ্চিত করে জয়। ১৮ বলে ৩ চারে ২৪ রানে অপরাজিত থাকেন নবী। জিম্বাবুয়ের হয়ে রাজা, ট্রেভর গোয়ান্ডু ও ব্লেসিং মুজারাবানি নেন দুটি করে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হয়েছেন ওমরজাই। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা নাভিন।

এদিকে আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এএইচএস

  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।