বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েও খেলতে পারছেন না সাকিব আল হাসান। যদিও চিটাগাং কিংস চমক দেখিয়ে তাকে প্লেয়ার্স ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছিল।
টুর্নামেন্টের দশম আসর বসবে এপ্রিলের দ্বিতীয় ভাগে। একই সময়ে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে ডাক না পাওয়া খেলোয়াড়দের নিয়ে পিএসএলে আগ্রহ বেড়েছে। এবারের প্লেয়ার্স ড্রাফটে আছে বাংলাদেশের ৮ জন ক্রিকেটারের নাম। যাদের প্রায় সবাই আইপিএলের ড্রাফটেও ছিলেন।
বাংলাদেশ থেকে সাকিব ছাড়া পিএসএলের ড্রাফটে আছেন- মোস্তাফিজুর রহমান, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। তারা শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডের তালিকায় আছেন।
আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে পিএসএলের ড্রাফটে আছেন ডেভিড ওয়ার্নার, ফিন অ্যালেন, টিম সাউদি, এভিন লুইস, মোহাম্মদ নবীর মতো ক্রিকেটাররাও।
আগামী শনিবার পাকিস্তানের বেলুচিস্তানের বন্দরনগরী গোয়াদারে বসবে পিএসএলের নিলাম। যে নিলামের অংশ হতে নিবন্ধন করেছেন ১৯ দেশের ৫১০ জন ক্রিকেটার।
পিএসএলের ১৮তম আসর ফেব্রুয়ারিতে বসছে না। কারণ বছরের এ সময়ে চলবে চ্যাম্পিয়নস ট্রফি। কাছাকাছি সময়ে আছে আইপিএলও। যে কারণে ৮ এপ্রিল থেকে ১৯ মের মধ্যে পিএসএল আয়োজন করতে চায় পিসিবি।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এমএইচএম