ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে তরুণদের বিশ্বকাপ প্রস্তুতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে তরুণদের বিশ্বকাপ প্রস্তুতি ছবি: (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য সামনে বড় দুটি টুর্নামেন্ট। চলতি মাসেই এশিয়া কাপে নামছে তারা।

আর আগামী বছরের ফেব্রুয়ারিতে বিশ্বকাপ। বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার আগে এশীয় লড়াই কাজে লাগাতে চায় দেশের তরুণরা। এশিয়া কাপ খেলতে বৃহস্পতিবার দুবাইর উদ্দেশে ঢাকা ছাড়ছে রিচার্ড ম্যাকিন্স শিষ্যরা। এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে আসন্ন লড়াইয়ে নিজেদের প্রত্যাশার কথা জানালেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। বিশ্বকাপেও আফগানদের পেয়েছে তারা। এই সুযোগ এশিয়ার মঞ্চেই বিশ্বকাপের প্রস্তুতি সারার কথা বলেন তিনি। এছাড়া এই সফরে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ মানলেও কাটিয়ে ওঠার প্রত্যাশা জানালেন সৈকত,‘এই সফর ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হয়ে থাকবে সেটা বলা যায় না। আশা করি যাদের যে দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে উঠতে পারবে। যেসব ব্যাটসম্যান রানে নেই তারাও রানে ফিরতে পারবে। ’

পুরো ব্যাটিং লাইনআপ নিয়ে তিনি বলেন,‘যেভাবে চলছে সেভাবে চলতে দেয়াটা ভালো। ব্যাটসম্যানরা হয়তো দ্বিধার মধ্যে আছে। কেউ হয়তো একটু বেশি চাপ নিচ্ছে। এটা হয়তো তাদের জন্য সমস্যা হচ্ছে। ’

এ টুর্নামেন্টে বোলারদের বেশি চাপ না নেওয়ার কথা বললেন সৈকত,‘বোলাররা স্বাভাবিক খেলা খেললেই হবে। আমার মনে হয় না অতিরিক্ত কোনো চাপ দেওয়া উচিত। ’

বিশ্বকাপের পূর্বে এশিয়া কাপের মাধ্যমে নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে চান তিনি,‘বিশ্বকাপের পূর্বে এশিয়া কাপ দিয়েই সব প্রস্তুতি নিতে পারব। এখানে ভালো কিছু করতে পারলে পরবর্তিতে আরো ভালো করতে পারব। ’  

সহকারী কোচ জাফরুল এহসান দলের প্রস্তুতি সম্পর্কে বলেন,‘এ সফর উপলক্ষে আমরা তিনটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। মোটামুটি আমরা ভালো প্রস্তুতি নিয়েই যাচ্ছি। দলের অবস্থা অবশ্যই ভালো। গত কিছুদিন ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। আশাকরি এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলব। ’

টপঅর্ডার ব্যাটসম্যানরা রান পাচ্ছে না তবে এটা বড় কোনো সমস্যা মনে করেন না তিনি,‘এটা সাময়িক। কোনো কোনো সময় এমনটি হয় যে টপ অর্ডাররা রান পাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ সফরে টপ ওর্ডাররা রান করেছে। এটা বড় কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।