ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরবর্তী শুনানি মঙ্গলবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
পরবর্তী শুনানি মঙ্গলবার

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের শুনানি রোববার দ্বিতীয় দফায় শুরু হয়েছে। গুলশান কার্যালয়ে এদিন অনুষ্ঠিত হওয়া শুনানি শেষে এর ফল সম্পর্কে খুব বেশি জানায়নি দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল।



শুনানি শেষে প্রধান বিচারপতি খাদেমুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে এ মামলা সঠিক ও নিখুঁতভাবে পরিচালনার জন্যে ট্র্রাইবুন্যাল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে উল্লেখ ছিল ট্রাইবুন্যালে কী ঘটেছে মামলার সুবিধার্থে সকলের সামনে প্রকাশ করা যাচ্ছে না।

পরবর্তী শুনানির দিনক্ষণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়,‘আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। শুনানি নিয়মিত চলবে। আগামী শুনানি হবে মঙ্গলবার সকালে। ’

অভিযুক্ত গৌরব রাওয়াতের পক্ষে আইনজীবী মো: আরিফ-উল-হক ভূইয়া বলেন,‘আজ (রোববার) আমাদের প্রক্রিয়াকরণ শুরু হলো। প্রসিকিউয়ের কাছে আমরা কিছু আপত্তি পেশ করেছি। যেহেতু এটা প্রক্রিয়াধীন বিষয় তাই আমরা কিছুই বলতে পারছি না। ’

রুবেল ও মোশাররফের আইনজীবী নুর-উস-সাদিক বলেন,‘গৌবর রাওয়াতের পক্ষে আইনজীবি উপস্থিত ছিলেন। তাদের আজ উন্মুক্ত আলোচনা হয়েছে। জিসান চৌধুরি ও সেলিম চৌধুরির পক্ষে আইনজীবী ছিলেন। রফিকের পক্ষে আইনজীবী ছিলেন না। আমরা মাহবুব রবিন ও মোশারফ রুবেলের পক্ষে ছিলাম। আমরা আমাদের মামলার কাজ শুরু করেছি। আমাদের কিছু বৈধ অভিযোগ ট্রাইবুন্যালের কাছে পেশ করেছি। এবং সেগুলো নিয়ে আলোচনা করেছি। আগামী পরশুদিন এ বিষয়ে আরো আলোচনা হবে। ’

অভিযুক্ত কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না এমনটি উল্লেখ করে তিনি বলেন,‘কেউই উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে আইনজীবী উপস্থিতি ছিলেন। লুকুয়ারচ্চির (শ্রীলঙ্কান ক্রিকেটার) আইনজীবীও ছিলেন। ’

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।