ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় লিডের পথে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
বড় লিডের পথে শ্রীলঙ্কা

শারজা: পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় লিড নেওয়ার ইঙ্গিত দিয়ে চতুর্থ দিন পার করল শ্রীলঙ্কা। আগের দিন আহমেদ শেহজাদের (১৪৭) ইনিংসের সুবাদে ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হয় পাকিস্তান।

কিন্তু রোববার ৮৭ রানে পিছিয়ে থাকতেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে পাঁচ উইকেট হারালেও ২২০ রানের লিড নিয়েছে লঙ্কানরা।

চতুর্থ দিন শেষে
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস- ৪২৮/৯ ডি., দ্বিতীয় ইনিংস- ১৩৩/৫ (৭১ ওভার)
পাকিস্তান: প্রথম ইনিংস- ৩৪১/১০

ছয় উইকেটের বিনিময়ে ২৯১ রানে প্রথম ইনিংস খেলতে নামে পাকিস্তান। ৩৬ রানে অপরাজিত ছিলেন মিসবাহ উল হক। পাকিস্তানি অধিনায়ক এদিন বড় কোনো সমর্থন পাননি অন্য প্রান্ত থেকে। ২৪তম ফিফটি করে কিছুটা ব্যবধান কমান তিনি।

৬৩ র‍ানে রঙ্গনা হেরাথের চতুর্থ শিকার হয়ে মাঠ ছাড়েন মিসবাহ।

হেরাথ পাঁচটি ও শামিন্দা এরাঙ্গা চারটি উইকেট নিয়ে পাকিস্তানকে বেধে দিতে মূল অবদান রাখেন।

লিড নিয়ে মাঠে নেমে পাকিস্তানি বোলার মোহাম্মদ তালহা ও আব্দুর রেহমানের সামনে তেমন প্রতিরোধ গড়তে পারেনি লঙ্কান টপ অর্ডার। মাহেলা জয়াবর্ধনে ৪৬ রানে আউট হলেও প্রথম শ্রীলঙ্কান ও ক্রিকেট ইতিহাসের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলফলকে পৌঁছান।

এদিন ওপেনার কৌশল সিলভার ৩৬ রানও ভালো অবদান রেখেছে লঙ্কানদের এগিয়ে নিতে।

তালহা ও রেহমান দুটি করে উইকেট পান।

সিরিজে ১-০ তে এগিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।