ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইরিশ নাগরিকত্ব পেলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
আইরিশ নাগরিকত্ব পেলেন স্মিথ

ডাবলিন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর সারের হয়ে আর বিদেশি খেলোয়াড় হিসেবে খেলতে হবে না গ্রায়েম স্মিথকে। আইরিশ নাগরিকত্ব পেয়ে গেছেন দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের অধিনায়ক।



৩২ বছর বয়সী এই তারকা ২০১১ সালের আগস্টে আইরিশ গায়িকা মরগান ডিনকে বিয়ে করেছিলেন। বিবাহসূত্রে পেয়ে গেলেন আয়ারল্যান্ডের নাগরিকত্ব। গত কদিন ধরে এই কাজ সম্পন্ন করতে ডাবলিনে ছিলেন দুজন। সার্টিফিকেট হাতে ধরা স্মিথের একটি ছবি ইতোমধ্যে ইন্সট্রাগামে পোস্ট করেছেন ডিন।

নতুন নাগরিকত্ব পাওয়ার পর দীর্ঘদিনের জন্য চুক্তি করা ক্লাব সারের সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়তে যাচ্ছে স্মিথের।

২০১২ সালে এই কাউন্টি ক্লাবের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেন প্রোটিয়া অধিনায়ক। এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার চিন্তা নেই, ২০১৫ সালের বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে তার। কিন্তু বিদায় নিলেও পরবর্তীতে সারের হয়ে দেশী কোটায় খেলতে পারবেন তিনি।

বাংলাদেশ সময: ১৭৩৪ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।