ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কঠিন চ্যালেঞ্জ, তবুও প্রস্তুত স্যামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪
কঠিন চ্যালেঞ্জ, তবুও প্রস্তুত স্যামি

এন্টিগা: টি-টোয়েন্টি বিশ্বসেরার মর্যাদা টিকিয়ে রাখা হবে চ্যালেঞ্জিং। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইলের পর অধিনায়ক ড্যারেন স্যামিও একই কথা বললেন।

ক্যারিবীয় অলরাউন্ডার জানালেন, এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত তারা।

দুবছর আগে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জয়ের অংশীদার ছিলেন স্যামি। তার বিশ্বাস, এবারের আসরটি সবার জন্য নতুন শুরু হবে।

স্যামি বলেন,‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি দারুণ। কিন্তু সেটা অতীত। আমরা যখন বাংলাদেশে লড়াইয়ে নামব, তখন তা হবে নতুন সূচনা। শ্রীলঙ্কায় সবাই যা করেছিল সেটাই প্রত্যেককে আবার করতে হবে। দলীয়ভাবে খেলতে হবে, দেশের মানুষের জন্য খেলতে হবে এবং লক্ষ্য থাকবে শিরোপা জেতা। এবার শিরোপা ধরে রাখার লড়াই। ছেলেরাও অনেক আত্মবিশ্বাসী। শিরোপা অক্ষুণ্ন রাখতে কঠোর পরিশ্রম করছে তারা। ’

এবারের আসরে অভিজ্ঞ কাইরন পোলার্ডকে অনেক মিস করবেন বলেও জানান স্যামি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ১১ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।