সিলেট: টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন দল সংযুক্ত আরব আমিরাত টস জিতে ব্যাট করতে নেমে ১৫১ রান করেছে। এক বল বাকি রেখেই সব কটি উইকেট হারায় তারা।
মাত্র ১২ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়েছিল আমিরাত। তবে খুররম খান ও স্বপ্নীল পাতিলের ইনিংস সেরা ৬৭ রানের জুটিতে পথে ফিরে তারা। টম কুপার দলীয় ১১তম ওভারে দুজনকেই সাজঘরে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন। আমিরাত অধিনায়ক খুররমের ব্যাটে আসে দ্বিতীয় সেরা ৩১ রান, ২৫ বলে চারটি বাউন্ডারি তার ইনিংসে।
২৩ রান করেন পাতিল। পঞ্চম উইকেটে রোহান মোস্তফা ও সায়মন আনোয়ার ৪৭ রানের প্রতিরোধমূলক জুটি গড়েন। সায়মন সর্বোচ্চ ৩২ রান করেন ১৯ বলে চারটি চার ও একটি ছয়ে। ২০ রানে রান আউট হন রোহান।
আমিরাতের ব্যাটিং অর্ডারের লেজ গুটিয়ে দেন আহসান মালিক। তিন ওভার পাঁচ বলে সবচেয়ে বেশি তিন উইকেট পান তিনি। দুটি করে নেন কুপার ও গুগটেন।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৪